হোম /খবর /বাঁকুড়া /
জোড়া সাফল্য! বাঁকুড়ার মা ও মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে 

Bankura News|| জোড়া সাফল্য! বাঁকুড়ার মা ও মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে 

X
বাঁকুড়ার [object Object]

Bankura News: চোখ বন্ধ করে গড় গড় করে বলে দিতে পারে যে কোনও দেশের রাজধানীর নাম। মায়ের পর এ বার মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। সারা ভারতে তাক লাগাল বাঁকুড়ার পরিবার।

  • Share this:

লোকপুর: একই বাড়ির মা এবং মেয়ে, দু'জনেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম তুলে ফেলেছেন। হ্যাঁ ঠিক শুনছেন, বাঁকুড়া লোকপুরের বাসিন্দা সঙ্গীতা পাত্র ও তাঁর কন্যা ঐশানি পাত্র, দু'জনেই রেকর্ড হোল্ডার। মাত্র সাড়ে চার বছরের খুদে ঐশানির ট্যালেন্ট দেখলে চক্ষু চড়ক গাছ হওয়া নিশ্চিত।

গড় গড় করে বলে দিতে পারে যে কোনও দেশের রাজধানীর নাম। মাত্র ৫৯ সেকেন্ডের মধ্যে চোখ বন্ধ অবস্থায় ১১৪ টি সঠিক শব্দ বলে ২০২২ সালের ২৫ নভেম্বর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ওঠায় ছোট্ট ঐশানী। গর্বিত পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ বাঁকুড়ার গিয়ে কাপিষ্টা যাননি নিশ্চই? গ্রামে পা দিলে আপনার ভাগ্য বদল নিশ্চিত, যাবেন নাকি?

আরও পড়ুনঃ চপ, তাও আবার সুগার ফ্রি! সাগরের আজব আবিষ্কারে তোলপাড় বাংলা, কীভাবে তৈরি হয় জানেন!

ঘটনার মাত্র তিন মাস আগেই বরফ দিয়ে শিবলিঙ্গ বানিয়ে তাক লাগিয়েছিল ঐশাণীর মা সঙ্গীতা পাত্র। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম খোদাই করতে সক্ষম হন সঙ্গীতা পাত্র। সন্তানকে চাপ না দিয়ে খেলার ছলে প্র্যাক্টিস করেই এসেছে সাফল্য। শুধু নিজের কথাই নয়, স্বমহিমায় সব নারীদের স্বনির্ভর হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

দুটি রেকর্ডের অধিকারী হয়ে তাক লাগিয়েছে বাঁকুড়া জেলার বাঁকুড়া জেলার লোকপুরের পাত্র পরিবার। মা-মেয়ের এই অনবদ্য জুটি অনুপ্রাণিত করবে সমগ্র বাঁকুড়া তথা রাজ্যকে।

Nilanjan Banerjee

Published by:Shubhagata Dey
First published:

Tags: Bankura