East Bardhaman News: ৫০ টাকায় ৫০টি লাল গোলাপ, বর্ধমানে অবিশ্বাস্য অফারে মেতেছেন ক্রেতারা!
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
চৈত্র মাস মানেই নানান জিনিসে বিশেষ ছাড়। আর এবার সেই সেলের তালিকায় জায়গা করে নিয়েছে লাল গোলাপ।
পূর্ব বর্ধমান : বর্ধমান শহরের বিভিন্ন বাজারে চৈত্র মাস মানেই নানান জিনিসে বিশেষ ছাড়। আর এবার সেই সেলের তালিকায় জায়গা করে নিয়েছে লাল গোলাপও! বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে এখন গোলাপ ফুলের সেল চলছে। যেখানে মাত্র ৫০ টাকায় মিলছে প্রায় ৫০টি লাল গোলাপ। স্বাভাবিকভাবেই এমন অফার শুনে পথচারীরা ভিড় জমাচ্ছেন। কেউ বন্ধুর জন্য, কেউ প্রেমিক-প্রেমিকার জন্য, আবার কেউ ঘর সাজানোর জন্য কিনছেন এই ভালোবাসার প্রতীক গোলাপ ফুল। দিন কয়েক আগেও যেখানে একটি গোলাপের দাম ছিল ১৫-২০ টাকা, এখন সেখানে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে গোটা একটা তোড়া! কিন্তু কেন? কীভাবে এত কম টাকার মধ্যে গোলাপ ফুল বিক্রি করছেন বিক্রেতারা?
এই বিষয়ে ফুল বিক্রেতা রাজকুমার দাস বলেন,”নদিয়ার নবদ্বীপ, রানাঘাট, শান্তিপুর, চাকদা এলাকার চাষিরা এই মৌসুমে প্রচুর গোলাপ উৎপাদন করেন। সাধারণত বিয়ের মরশুমে এই ফুলের চাহিদা থাকে তুঙ্গে, কিন্তু চৈত্র মাসে সে বাজার একেবারেই মন্দা। ফলে জমিতে পড়ে নষ্ট হওয়ার বদলে চাষিরা জলের দরে ফুল বিক্রি করতে বাধ্য হন। সেই ফুলই অমরা কিনে এনে বর্ধমানের বাজারে বিক্রি করছি। আর ক্রেতারা কম দামে পাচ্ছেন, তারাও অনেক আনন্দিত হচ্ছেন।”
advertisement
advertisement
কম দামে এতগুলো গোলাপ পেয়ে হাসি ফুটেছে অনেকের মুখে। কেউ বলছেন, “সরস্বতী পুজোর সময় তারা একটা গোলাপ ৫০ টাকায় কিনেছিলেন, আর এখন পুরো এক তোড়া পাচ্ছেন সেই একই দামে!” গোলাপবাগ চত্বরে বেশ কিছু বিক্রেতা এই গোলাপ ফুলের পসরা সাজিয়ে বসেছেন। সকাল থেকে একেবারে রাত অবধি চলছে গোলাপ বিক্রি। পথচলতি শত শত মানুষ গোলাপ কিনছেন, এছাড়াও বর্ধমান লাগোয়া দূর দুরান্তের গ্রাম থেকেও বহু মানুষ আসছেন শুধু গোলাপ কিনে নিয়ে যাওয়ার জন্য। গোলাপকিনতে এসে শুভ্রা মণ্ডল বলেন, অন্য সময় দাম অনেক বেশি থাকে। এখন অনেক সস্তায় পেলাম, এটা বেশ ভাল ব্যাপার।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
তবে আপাতত বর্ধমান শহরে চৈত্র সেলের উন্মাদনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লাল গোলাপের বাজার। পোশাক, জুতো, বাসনপত্রের মতএবার সেই তালিকায় যোগ হয়েছে এই সৌন্দর্যের প্রতীক লাল গোলাপ। তবে সস্তায় ভালোবাসার এই অফার কিন্তু বেশিদিন থাকবে না, তাই চাইলে এখনই কিনে নিতে পারেন নিজের পছন্দের মানুষের জন্য। এখনও বেশ কয়েকটা দিন এই কম দামে লাল গোলাপ পাওয়া যাবে বলেই জানা গিয়েছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 4:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ৫০ টাকায় ৫০টি লাল গোলাপ, বর্ধমানে অবিশ্বাস্য অফারে মেতেছেন ক্রেতারা!
