এক রাতের কষ্ট, মোটা টাকা কামাইয়ের কারবার! বাংলাদেশ থেকে ভারতে পা রাখতেই সব প্ল্যান ভেস্তে দিল BSF
- Published by:Madhab Das
- local18
Last Updated:
বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয়। বছরের বিভিন্ন সময় এমন অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে বলেই অভিযোগ।
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয়। বছরের বিভিন্ন সময় এমন অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে বলেই অভিযোগ। আর এই অনুপ্রবেশ ঠেকানোর জন্য সরকার নানা কাজ চালাচ্ছে। তবে এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে যা ধরা পড়ল তা রীতিমতো চমকে দেওয়ার।
গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭৭ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জের বোলতলা এলাকায় শুক্রবার রাতে নাকা চেকিং চালায়। কুকুর ও স্ক্যান ডিটেক্টর দিয়ে নাকা চেকিং চালানোর সময় বোলতলা এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর নিষিদ্ধ তরল ফেনসিডিল। বিএসএফ আটক করে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে এই ধরনের নিষিদ্ধ তরল পাচারকারি ওই অভিযুক্তের বাড়ি বাংলাদেশে।
advertisement
advertisement
ঘটনার পর সঙ্গে সঙ্গে বিএসএফ ফেন্সিডিল সহ ওই বাংলাদেশিকে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই বাংলাদেশের নাম গফফর গাজী। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ভারা সিমলা এলাকায়। গত বৃহস্পতিবার রাতে ওই বাংলাদেশি বাংলাদেশের সুলুপুর বিবিজি ক্যাম্প এলাকা থেকে নদীপথে ভারতে প্রবেশ করেছিল। তারপর ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। তখনই বিএসএফ তাকে ধরে ফেলে।
advertisement
আরও পড়ুন: অসুস্থ স্বামী, চিকিৎসা করাতে গিয়েছিলেন বাইরে! ২৬ দিন পর বাড়ি ফিরতেই মাথায় হাত গৃহকর্ত্রীর
ধৃত এই বাংলাদেশিকে শনিবার পাঠানো হবে আদালতে। পাশাপাশি এমন নিষিদ্ধ তরল পাচারের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছেন তার খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 13, 2025 10:01 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক রাতের কষ্ট, মোটা টাকা কামাইয়ের কারবার! বাংলাদেশ থেকে ভারতে পা রাখতেই সব প্ল্যান ভেস্তে দিল BSF