Purulia News: এক বছরেও তৈরি হল না চাকা নদীর সেতু! দুর্ভোগে ২০ টি গ্ৰামের মানুষ

Last Updated:

২০ টি গ্রামের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু, সেই সেতুর করুণ দশা, কবে হবে এই সেতু মেরামত!

+
চাকা

চাকা নদীর সেতু

পুরুলিয়া: বছর ঘুরতে চলল, বদল হয়েছে অনেক কিছুর। কিন্তু এই এক বছরেও সংস্কার হল না পুরুলিয়ার মানবাজার এক নং ব্লকের বামনি মাঝিহিড়া অঞ্চলের অন্তর্গত কদমা গ্রামের চাকা নদীর সেতু। টানা এক বছর ধরে ভেঙে পড়ে রয়েছে এই সেতু। আর এতেই চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন প্রায় ২০-টি গ্রামের মানুষজন।
এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন, প্রায় এক বছর হতে চলল এই সেতু ভেঙে গিয়েছে। তারা প্রশাসনের বিভিন্ন দফতরে বারংবার জানিয়েছেন। কিন্তু তাতে কোনও সমস্যার সমাধান মেলেনি। সেতু মেরামত এক বছরেও হয়নি। আর এই ভরা বর্ষায় তাদের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে খুবই সমস্যার মধ্যে রয়েছেন তারা। দ্রুত এই সেতু তৈরির দাবি করেছেন গ্রামবাসীরা।
advertisement
advertisement
বর্ষার জলে ফুলে-ফেঁপে উঠেছে নদী। যাতায়াতের একমাত্র মাধ্যম ভেলা। জীবনের ঝুঁকি নিয়ে ওই ভেলাতেই অসুস্থ মানুষেরা স্বাস্থ্য কেন্দ্রে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে পৌঁছায়। তবে বৃষ্টিতে ভেলা চলাচলও প্রায়শই বন্ধ থাকছে। তাই যাতায়াত প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ২০-টি গ্রামের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। গত বছর সেপ্টেম্বরে এই সেতু ভেঙ্গে যায়।
advertisement
তারপর থেকে অনেকেই এই ব্রিজ পরিদর্শন করে গিয়েছেন তবুও সেতু মেরামত হয়নি বলে অভিযোগ গ্ৰামবাসীদের। এই সেতু যাতে দ্রুত সংস্কার হয় সেই দাবি জানিয়েছেন তারা। সেতু সংস্কার না হলে যাতায়াতের সমস্যা থেকে মুক্তি পাবেন না প্রায় ২০ টি গ্ৰামের কয়েক হাজার মানুষ।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: এক বছরেও তৈরি হল না চাকা নদীর সেতু! দুর্ভোগে ২০ টি গ্ৰামের মানুষ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement