RG Kar Case: ‘কেন মিথ্যা বলছেন? ‘এক্সকিউজ’...আরজি কর দুর্নীতি বিচারের প্রথম দিনেই ধাক্কা! CBI কে তুমুল ভর্ৎসনা বিচারকের! থমকে গেল বিচার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
RG Kar Case: প্রথম দিনেই থমকে গেল আরজি করের দুর্নীতির বিচার প্রক্রিয়া। সম্পূর্ণ নথি না নিয়েই আদালতে উপস্থিত তদন্তকারী অফিসার।
কলকাতা: প্রথম দিনেই থমকে গেল আরজি করের দুর্নীতির বিচার প্রক্রিয়া। সম্পূর্ণ নথি না নিয়েই আদালতে উপস্থিত তদন্তকারী অফিসার। রেকর্ডে নথি অসম্পূর্ণ থাকায় প্রথম দিনেই থমকে গেল বিচারপ্রক্রিয়া। সিবিআইকে তীব্র ভর্ৎসনা বিচারপতির।
বিচার প্রক্রিয়া শুরুর দিনেই আদালতে বিচারকের ক্ষোভের মুখে পড়লেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার ও সিবিআই আইনজীবী। ‘মিথ্যা বলছেন কেন’- তদন্তকারী অফিসারকে সরাসরি প্রশ্ন বিশেষ সিবিআই আদালতের বিচারকের।
কাঠগড়ায় সাক্ষী হিসেবে উপস্থিত স্বাস্থ্য দফতরের ওএসডি। তাঁর সাক্ষ্যগ্রহণও শুরু হয়। এরপরেই প্রকৃত (অরিজিনাল) অভিযোগ পত্র এনে দেখাতে বলা হয় সিবিআইকে। তখন সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, টালা থানায় যে অভিযোগ পত্র জমা পড়েছিল, তা আজ রেকর্ডে নেই।
advertisement
advertisement
কেন নেই ? জানতে চান বিচারক। বিচারকের এই প্রশ্নের উত্তরে সিবিআইয়ের তদন্তকারী অফিসার জানান, রেকর্ড অন্য কোর্টে থাকতে পারে। আমাদের সময় দেওয়া হোক। আইওর এহেন মন্তব্যেই ক্ষোভ প্রকাশ বিচারকের।
advertisement
অফিসারকে ভত্র্সনা করে বিচারক বলেন, ‘‘কেন মিথ্যা বলছেন? রেকর্ড কেন আনা হল না? কাস্টডিয়াল ট্রায়াল শুরু হয়েছে। এই ধরনের খামখেয়ালিপনা বা এক্সকিউজ বরদাস্ত করা হবে না’’। এটা কোর্ট, এখানে সম্পূর্ণ নথি এনেই বিচার প্রক্রিয়া শুরু করার কথা- সিবিআইয়কে পরামর্শ বিচারকের।
advertisement
অরিজিনাল অভিযোগপত্র ছাড়াই কীভাবে বিচার প্রক্রিয়া শুরু হল? আদালতে প্রশ্ন তুললেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। একইসঙ্গে তদন্তকারী অফিসারকে কাজে গাফিলতি এবং আদালতকে সঠিক ভাবে সহায়তা না করার জন্য সতর্ক করেছেন বিচারক। পুনঃরায় এই ধরনের ঘটনা ঘটলে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আদালত, মন্তব্য বিচারকের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 2:57 PM IST