Bridge Collapsed: লক্ষাধিক মানুষকে বিপাকে ফেলে ভেঙে পড়ল বিদ্যাধরী খালের সেতু
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
প্রায় ৫০ বছর আগে তৈরি হয়েছিল ৩৬ ফুট লম্বা ও ১২ ফুট চওড়া এই কংক্রিটের সেতুটি। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি বেহাল ও ভগ্নদশায় পরিণত হয়
সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: সন্দেশখালিতে বিদ্যাধরী খালের উপর অবস্থিত কংক্রিটের পুরনো সেতু ভেঙে পড়ল। এর ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন সমস্য লক্ষাধিক মানুষ।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি-১ ব্লকের বয়ারমারি অঞ্চলের নিউ তালতলায় বিদ্যাধরী খালের উপর কংক্রিটের এই পুরনো সেতুটি অবস্থিত ছিল। আচমকাই সেটি ভেঙে পড়ে। এর ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে ১৫ টি গ্রামের বাসিন্দাদের যাতায়াত। বিপাকে পড়েছেন লক্ষাধিক গ্রামবাসী। অফিসযাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, অসুস্থ রোগী সকলের যাতায়াতের ক্ষেত্রে ভরসার জায়গা ছিল কংক্রিটের সেতুটি। কিন্তু সেটি ভেঙে পড়ায় কার্যতার দিশেহারা এখানকার মানুষজন।
advertisement
আরও পড়ুন: বাংলায় কথা বলা কাল হল! প্রাণে বাঁচতে বাস ভাড়া করে হরিয়ানা থেকে ফিরল ১৫০ পরিবার
প্রায় ৫০ বছর আগে তৈরি হয়েছিল ৩৬ ফুট লম্বা ও ১২ ফুট চওড়া এই কংক্রিটের সেতুটি। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি বেহাল ও ভগ্নদশায় পরিণত হয়। এলাকাবাসীরা বারবার প্রশাসনকে বিষয়টি জানালেও মেলেনি কোনও সমাধান। সম্প্রতি প্রবল বৃষ্টির ফলে বিদ্যাধরী খালের জল স্ফীতি হয়। তার প্রভাবে আরও দুর্বল হয়ে পড়ে সেতুটি। শেষ পর্যন্ত বহু মানুষকে বিপাকে ফেলে দিয়ে সেটি ভেঙেই পড়ল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ব্যস্ততম এই সেতুটি ভেঙে যাওয়ার স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। এক স্থানীয় বাসিন্দা জানান, আমরা অফিস যেতে পারছি না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। প্রতিদিন চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। বহুবার জানানো সত্ত্বেও প্রতিকারের উদ্যোগ দেখা যাচ্ছে না। ভোটের সময় নেতারা এসে প্রতিশ্রুতি দেন, তারপর আর দেখা মেলে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 5:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bridge Collapsed: লক্ষাধিক মানুষকে বিপাকে ফেলে ভেঙে পড়ল বিদ্যাধরী খালের সেতু