পর পর তিনটি দোকানে ভয়ঙ্কর কাণ্ড! আরামবাগে আতঙ্ক
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Arambag- স্থানীয়দের অভিযোগ, এলাকায় এই ধরনের দুষ্কৃতিকার উপদ্রব ক্রমেই বেড়ে চলেছে। তাই নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার ব্যবসায়ীরা। এই বিষয়ে এক দোকানদার জানান, গতকাল রাত দশটা পর্যন্ত তিনি দোকানে ছিলেন। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। সকাল বেলা তাঁদের ফোন করে জানানো হয়, দোকান ভাঙা রয়েছে।
হুগলি: একসঙ্গে পর পর তিনটি দোকানে চুরি। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে যায় হুগলির আরামবাগ এলাকার ভাটার মোড় অঞ্চলে। একটি লটারি দোকান ও দুটি মুদিখানার দোকানের তালা ভেঙে দোকানে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা। দোকানের ভেতরে থাকা টাকা ও অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে দোকান মালিকদের এলাকার লোকেরা ফোন করে জানায় তাদের দোকানের দরজা ভাঙা রয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে দোকান মালিকরা পৌঁছলে দেখেন তাঁদের মাথায় হাত পড়ে যায়।
আরও পড়ুন- ধ্বংসের মুখে অমূল্য ইতিহাস! লালগোলা রাজবাড়ি পর্যটনকেন্দ্র না হয়ে অবলুপ্তির পথে
কারও দোকানের তালা ভাঙা, কারও দোকানের আবার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে দুষ্কৃতীরা। দোকানের ক্যাশ বাক্স থেকে সমস্ত টাকা নিয়ে পালিয়েছে চোরের দল।
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ, এলাকায় এই ধরনের দুষ্কৃতিকার উপদ্রব ক্রমেই বেড়ে চলেছে। তাই নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার ব্যবসায়ীরা।
এই বিষয়ে এক দোকানদার জানান, গতকাল রাত দশটা পর্যন্ত তিনি দোকানে ছিলেন। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। সকাল বেলা তাঁদের ফোন করে জানানো হয়, দোকান ভাঙা রয়েছে।
আরও পড়ুন- ডেঙ্গিতে ৫ দিনে জ্বর না কমলে মৃত্যুও হয়! কীভাবে বাঁচবেন বলে দিলেন ডাক্তার, জানুন
সেখানে গিয়ে দোকান মালিক দেখতে পান, তাঁর দোকানের দরজা ভেঙে ভিতর থেকে টাকা পয়সা ও দোকানের না বিক্রি হওয়া বেশ কিছু লটারি টিকিট নিয়েই চম্পট দিয়েছে চোর। এরপর থেকেই দুশ্চিন্তার ভাঁজ এলাকার ব্যবসায়ীদের কপালে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Aug 27, 2024 7:21 PM IST










