ভিন রাজ্য থেকে এসে নিখোঁজ! সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করায় চরম পরিণতি!

Last Updated:

সরকারি নজরদারি এড়িয়ে উত্তর প্রদেশ থেকে আসা ঐ পুণ্যার্থীদের দল সমুদ্রে স্নান করতে নেমে পড়ে। এরপর অমাবস্যার কোটাল এবং নিম্নচাপের জোড়া ফলায় উত্তাল হয়ে পড়ে সমুদ্র। জোয়ারের ঢেউয়ের তলিয়ে যায় সন্দীপ গন্ড।

অবশেষে উদ্ধার পুনার্থীর দেহ
অবশেষে উদ্ধার পুনার্থীর দেহ
সুমন সাহা, গঙ্গাসাগর: সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সমুদ্র স্নান করতে গিয়ে চরম পরিণতি ঘটল ভিন রাজ্যের এক পুণ্যার্থীর। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উত্তর প্রদেশ থেকে ৩০ জনের একটি পুণ্যার্থীদের একটি দল গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য আসেন। বৃহস্পতিবার থেকেই বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের সতর্কীকরণের কাজ চালানো হচ্ছিল। সরকারি নজরদারি এড়িয়ে উত্তর প্রদেশ থেকে আসা ঐ পুণ্যার্থীদের দল সমুদ্র স্নান করতে নেমে পড়ে। এরপর অমাবস্যার কোটাল এবং নিম্নচাপের জোড়া ফলায় উত্তাল হয়ে পড়ে সমুদ্র।
জোয়ারের ঢেউয়ের তলিয়ে যায় সন্দীপ গন্ড( ২৪) নামে এক যুবক। এরপর ওই যুবকের সঙ্গে থাকা আত্মীয় ও বন্ধু-বান্ধবেরা সাহায্যের জন্য চিৎকার শুরু করে। পুণ্যার্থীদের চিৎকারে সাহায্যের জন্য ছুটে আসে স্থানীয় মৎস্যজীবীরা ও এলাকার মানুষজন। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে দৈত্যাকার ঢেউ সন্দীপকে টেনে নিয়ে গিয়েছে সাগরের গভীর জলে।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা। শুরু হয় তল্লাশি। সমুদ্রে নামানো হয় স্পিডবোট, ডুবুরি।
advertisement
advertisement
বৃহস্পতিবার থেকে শুক্রবার টানা দুদিন খোঁজাখুঁজি করার পর বিকেল পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার গভীর রাতে সাগর বিধানসভার ধবলাহাট অঞ্চলের বসন্তপুর এলাকায় নদীর তীর থেকে উত্তরপ্রদেশের ওই নিখোঁজ পুণ্যার্থীর দেহ উদ্ধার করে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে কাকদ্বীপ মর্গে পাঠিয়েছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, শ্রাবণ মাসের শ্রাবণী মেলা উপলক্ষে গঙ্গাসাগরে বহু ভিন্ন রাজ্যের পুণ্যার্থীরা এসে ভিড় জমায়। উত্তর প্রদেশ থেকে ৩০ জনের একটি দল গঙ্গাসাগরে এসেছিল কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার জন্য।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভিন রাজ্য থেকে এসে নিখোঁজ! সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করায় চরম পরিণতি!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement