Paschim Medinipur News: থ্যালাসেমিয়া নির্ণয়ে বড় পদক্ষেপ, দুয়ারে সরকার ক্যাম্পে সংগ্রহ হল রক্তের নমুনা

Last Updated:

দুয়ারে সরকার ক্যাম্পে এবার নয়া সংযোজন থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ

+
চলছে

চলছে রক্তের নমুনা সংগ্রহের কাজ

পশ্চিম মেদিনীপুর : দুয়ারে সরকার ক্যাম্পে নেওয়া হল রক্তের নমুনা, তাও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। প্রান্তিক এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে নয়া সংযোজন থ্যালাসেমিয়া ক্যাম্প ও দুয়ারে ডাক্তার পরিষেবা। খুশি প্রান্তিক এলাকার মানুষজন। সরকারি নানান সুযোগ সুবিধা পাইয়ে দিতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। যেখানে বিভিন্ন প্রান্তিক এলাকায় বসছেন সরকারি আধিকারিকেরা। সরকারি নানান সুযোগ সুবিধা পাইয়ে দিতে আয়োজন করা হচ্ছে এই বিশেষ ক্যাম্প।
শুক্রবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কাশিপুর গ্রাম পঞ্চায়েতে আয়োজন করা হয় দুয়ারে সরকার কর্মসূচি। লোধা অধ্যুষিত এলাকায় এই দুয়ারে সরকার কর্মসূচিতে নয়া সংযোজন দুয়ারে ডাক্তার ও ছাত্র-ছাত্রীদের থ্যালাসেমিয়া পরীক্ষণ। পাশাপাশি খড়গপুর মহকুমা হাসপাতালের মেডিসিন, অস্থি, শিশুরোগ, চক্ষু এবং ই এন টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এদিন শিবির করেন এই পিছিয়ে পড়া এলাকায়। অনগ্রসর এলাকায় এই শিবির ছিল বেশ তাৎপর্যপূর্ণ।
advertisement
advertisement
দুয়ারে সরকার ক্যাম্পে আসা মানুষজন তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। শুধু স্বাস্থ্য পরীক্ষা নয়, পাশাপাশি ব্লাড সুগার, প্রেসার পরীক্ষা হয় এখানে। দূরে গিয়ে চিকিৎসা পরিষেবা নয়, তবেই এবার হাতের মুঠোয় বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করেন। পাশাপাশি কয়েকটি বিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়ার থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
advertisement
ছাত্র-ছাত্রীদের মধ্যে থ্যালাসেমিয়া সচেতনতা বাড়াতেদুয়ারে সরকার ক্যাম্পের বাড়তি সংযোজন থ্যালাসেমিয়া পরীক্ষণশিবির। এই শিবির পরিদর্শন করেন নারায়ণগড়ের বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা। সরকারের এই বিশেষ উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
এর ফলে আগামীদিনে থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: থ্যালাসেমিয়া নির্ণয়ে বড় পদক্ষেপ, দুয়ারে সরকার ক্যাম্পে সংগ্রহ হল রক্তের নমুনা
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement