Paschim Medinipur News: আখের ছিবড়া থেকে বিদ্যুৎ, আইআইটি খড়্গপুরের গবেষণায় নতুন দিশা

Last Updated:

ইতিমধ্যেই এই গবেষণার কাজ সম্পন্ন করতে বাজার থেকে ফলের খোসা ও আখের ছিবড়ে সংগ্রহ করতে হয়েছে। সংগ্রহের পর সে সব বর্জ্য বিভিন্ন প্রক্রিয়ায় ফেলে ক্যাপাসিটর অথবা ব্যাটারি তৈরি করেছেন।

+
IIT

IIT Kharagpur 

পশ্চিম মেদিনীপুর: বর্জ্য পদার্থ থেকে গবেষণার মধ্য দিয়ে সুপার ক্যাপাসিটর বানানোর কাজ চালাচ্ছেন আইআইটি খড়গপুরের গবেষকরা।আইআইটি খড়গপুরের অধ্যাপক তরুণকান্তি ভট্টাচার্যের তত্ত্বাবধানে গবেষক মনোজিত মণ্ডল শক্তি তৈরির এক পদ্ধতি আবিষ্কার করেছেন। গবেষক জানাচ্ছেন, আখ মাড়াইয়ের পর তার ছিবড়ে এবং ফলের খোসা শক্তি তৈরিতে সহায়ক।
গবেষক এসব থেকেই শক্তি উৎপাদন করতে সচেষ্ট হয়েছেন। এই গবেষণায় সাফল্য পেয়েছেন। যদিও বর্জ্য থেকে শক্তি তৈরির পদ্ধতির কতকগুলি পর্যায় আছে। বর্জ্য পরিষ্কার করে, তাতে তাপ দিয়ে রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে কার্বন তৈরি করেছেন মনোজিত। বাজার থেকে বিভিন্ন ফলের খোসা, আখের ছিবড়া সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পরিষ্কার করে, রাসায়নিক প্রক্রিয়া এবং হাই টেম্পারেচার অ্যানিলিং প্রক্রিয়ার মধ্য দিয়ে কার্বন উৎপন্ন করা হয়েছে। যে কার্বন, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয়, সেই কার্বনের মত করে তৈরি করা হচ্ছে বর্জ্য থেকে উৎপন্ন এই কার্বন। আইআইটি খড়্গপুরের গবেষণাগারে গবেষকেরা চার ভোল্টের বিশেষ নমনীয় সেল বানিয়েছেন। যেখানে ভোল্টেজ সংরক্ষণ করে রাখা যাবে বলে মত গবেষকের।
advertisement
পাশাপাশি গবেষকরা প্রযুক্তিতে তৈরি ন্যানো ম্যাটেরিয়ালস এই সেলের মধ্যে যুক্ত করেছেন, যা কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে। এই ন্যানো ম্যাটেরিয়ালস এবং বর্জ্য থেকে পাওয়া কার্বনকে একসঙ্গেসংঘবদ্ধ করে বিশেষ সুপার ক্যাপাসিটর অথবা ব্যাটারি তৈরি করেছেন গবেষকেরা। যা পরবর্তীতে বিদ্যুতের উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে।বিজ্ঞানীর বক্তব্য, ফেলে দেওয়া মূল্যহীন বর্জ্যকে কাজে লাগিয়ে এনার্জি তৈরির ইচ্ছে থেকেই এই গবেষণা।
advertisement
advertisement
ইতিমধ্যেই এই গবেষণার কাজ সম্পন্ন করতে বাজার থেকে ফলের খোসা ও আখের ছিবড়ে সংগ্রহ করতে হয়েছে। সংগ্রহের পর সে সব বর্জ্য বিভিন্ন প্রক্রিয়ায় ফেলে ক্যাপাসিটর অথবা ব্যাটারি তৈরি করেছেন। তবে এখনও এই পদ্ধতি গবেষণার অধীন। আগামীতে এই বিশেষ প্রযুক্তি বাজারজাত হলে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: আখের ছিবড়া থেকে বিদ্যুৎ, আইআইটি খড়্গপুরের গবেষণায় নতুন দিশা
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement