কৃষকের ছোট্ট এক্সপেরিমেন্টে এখন তোলপাড় বীরভূম! এই মাঠ চর্চার কেন্দ্রে, গ্রামে ঢুকেই থমকে দাঁড়াচ্ছেন সবাই
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Black Rice : বীরভূমের লাভপুর ব্লকের কাদিরপুর গ্রামে মাত্র আট কাঠা জমিতে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষ করে চমক দিয়েছেন কৃষক।
বীরভূম, ইন্দ্রজিৎ রুজ : বীরভূমের লাভপুর ব্লকের কাদিরপুর গ্রামে কৃষিক্ষেত্রে তৈরি হল এক অভিনব দৃষ্টান্ত। পরীক্ষামূলকভাবে মাত্র আট কাঠা জমিতে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষ করে চমক দিয়েছেন কৃষক। স্থানীয় কৃষক উত্তম পাত্র এই প্রচেষ্টার মাধ্যমে সবাইকে অবাক করে দিয়েছেন।
অল্প কয়েক মাসের মধ্যেই তার ক্ষেতের ধান গাছ যখন কালচে–বেগুনি রঙে রূপান্তরিত হয়। তখন থেকেই কৌতূহল বেড়েছে স্থানীয়দের। প্রতিদিন গ্রামের মানুষজন ছাড়াও লাভপুর–বোলপুর সড়ক ধরে যাতায়াতকারী বহু পথচারী এই অচেনা ধানক্ষেত দেখতে ভিড় জমাচ্ছেন। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ আবার আগ্রহভরে খোঁজখবর নিচ্ছেন।
আরও পড়ুন : দেবশিল্পীর আরাধনার আগে বাজারে ধস! প্রতিমা সাজিয়ে বসে থাকা শিল্পীদের চোখে জল
উত্তমবাবুর কথায়, চাষের পদ্ধতিতে বিশেষ কোনও পার্থক্য নেই। সাধারণ ধানের মতোই করেছি। খরচ তুলনায় অনেক কম, ফলনও আশানুরূপ। তার সঙ্গে বাজারদরও তিন থেকে চার গুণ বেশি। তাই আগামী বছর থেকে নিজের সমস্ত জমিতেই ব্ল্যাক রাইস চাষ করার পরিকল্পনা নিয়েছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন : তিন মাস পর খুলে গেল গরুমারা, পাবেন আরও বেশি আনন্দ! পর্যটকদের জন্য নতুন কী কী থাকছে?
জানা গিয়েছে, স্থানীয় কৃষি দফতরও এই উদ্যোগে নজর রাখছে। তাছাড়াও আশপাশের বহু কৃষক উত্তমবাবুর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে খবর। কেউ কেউ আবার বীজ সংগ্রহ, চাষের পদ্ধতি সম্পর্কে জানতে চাইছেন। বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক রাইস পুষ্টিগুণে ভরপুর। এতে প্রচুর অ্যান্টি–অক্সিড্যান্ট, লৌহ ও আঁশ রয়েছে, যা স্বাস্থ্যর জন্য অত্যন্ত উপকারী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 5:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কৃষকের ছোট্ট এক্সপেরিমেন্টে এখন তোলপাড় বীরভূম! এই মাঠ চর্চার কেন্দ্রে, গ্রামে ঢুকেই থমকে দাঁড়াচ্ছেন সবাই