Viswakarma Puja 2025 : দেবশিল্পীর আরাধনার আগে বাজারে ধস! প্রতিমা সাজিয়ে বসে থাকা শিল্পীদের চোখে জল
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Viswakarma Puja 2025 : টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জলপাইগুড়ির জনজীবন। জোর ধাক্কা খেয়েছে বিশ্বকর্মা পুজোর বাজার।
জলপাইগুড়ি, শান্তনু কর : টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জলপাইগুড়ির জনজীবন। গত শনিবার থেকেই প্রায় একনাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। আর তার প্রভাব পড়েছে সর্বত্র। বৃষ্টিতে থমথমে হয়ে গিয়েছে শহরের বাজার। রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। ফলে বাজার জমজমাট হওয়ার কথা ছিল।
কিন্তু সেখানে প্রতিমা সাজিয়ে এখন মাথায় হাত মৃৎশিল্পীদের। খালি পড়ে রয়েছে ফল, ফুলের বাজারও। আবারা টানা বৃষ্টির ফলে ছোট-বড় বিভিন্ন নদীতে বেড়েছে জলস্তর। পাশাপাশি সিকিম ও ভুটানের পাহাড়ে ভারী বৃষ্টির ফলে জল বেড়েছে তিস্তা, করলা, জলঢাকা সহ একাধিক নদীতে। বিশেষ করে তিস্তার মেখলিগঞ্জ এলাকায় পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠেছে।
আরও পড়ুন : তিন মাস পর খুলে গেল গরুমারা, পাবেন আরও বেশি আনন্দ! পর্যটকদের জন্য নতুন কী কী থাকছে?
যে কারণে ইতিমধ্যেই জারি করা হয়েছে লাল সতর্কতা। এমন পরিস্থিতিতে সতর্ক হয়েছে প্রশাসনও। নজরদারি চালাচ্ছে সেচ দফতর। সেচ দফতরের তরফে জানানো হয়েছে, নদীর জলস্তরের উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। প্রয়োজনে দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন : ঘড়ির কাঁটা চলছেই, অথচ থমকে মণ্ডপ নির্মাণ! পণ্ড হতে বসেছে সব আয়োজন! আবহাওয়ার চোখরাঙানিতে টানটান দুশ্চিন্তা
টানা বৃষ্টির কারণে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। কারণ জোর ধাক্কা খেয়েছে বিশ্বকর্মা পুজোর বাজার। বিশ্বকর্মা পুজোর আগেই এমন বৃষ্টিতে একেবারে ভাটা পড়েছে বাজারে। প্রতিমা কেনা-বেচা থেকে শুরু করে ফুল, ফলের ব্যবসায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 5:05 PM IST