কাঁকসায় খুন বিজেপি কর্মী সন্দীপ ঘোষ, রাস্তায় দেহ রেখে বিক্ষোভ
Last Updated:
#দুর্গাপুর: দুর্গাপুরের কাঁকসায় বিজেপি কর্মী খুন। বুথ কমিটির মিটিং সেরে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন সন্দীপ ঘোষ। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয়। সন্দীপকে কাছ থেকে গুলি করা হয়। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বিজেপি এই ঘটনায় শাসক দলের দিকে আঙুল তুলেছে। তৃণমূলের পাল্টা দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা। দলীয় কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি।
অন্যদিকে রাস্তায় বিজেপিকর্মীর দেহ রেখে অবরোধ শুরু করেন। আসানসোল হাসপাতালের সামনে অবরোধ। বিজেপিকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। পুলিশকে মারধরেও অভিযুক্ত বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাফ। আসানসোল হাসপাতালে ময়নাতদন্ত হয়। নিহত কর্মীর দেহ নিয়ে মিছিলের ভাবনা। পুলিশ রুট বেঁধে দিলে বচসা, অবরোধ।
advertisement
advertisement
আরও পড়ুন: মধ্যমণি মমতা, আজ এক টেবিলে সব বিরোধী-পক্ষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 10, 2018 3:05 PM IST