এনডিএ-তে বড় ভাঙন, মন্ত্রিত্ব ছাড়লেন কুশওয়াহা, হুমকি দিচ্ছে অগপ-ও

Last Updated:

আগামিকাল অর্থাত্‍‌ মঙ্গলবার সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন৷ বিজেপি-র সঙ্গে বেশ কয়েক মাস ধরেই উপেন্দ্র কুশওয়াহা ও তাঁর দলের বিবাদ চলছিল৷ প্রকাশ্যে বিজেপি-র নিন্দাও শোনা যায় উপেন্দ্রর গলায়৷

#নয়াদিল্লি: শাসক জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (NDA)-এ বড়সড় ভাঙন৷ কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রী লোকশক্তি পার্টি (RLSP) সুপ্রিমো উপেন্দ্র কুশওয়াহা ছাড়তে চলেছেন NDA জোট, পদত্যাগ করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নের প্রতিমন্ত্রী পদ থেকেও৷ NDA ছাড়তে চলেছে অসম গণপরিষদ (অগপ)-ও৷ এনডিএ থেকে সমর্থন তোলার ইঙ্গিত দিলেন অগপ নেতা কেশব মহন্ত৷ লোকসভা ভোটে আসন বণ্টন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপেন্দ্র৷
৫ রাজ্যে ভোটের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, ভালো ফল করতে চলেছে কংগ্রেস৷ মোদি সরকারের জনপ্রিয়তায় বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ইতিমধ্যেই৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় দিল্লিতে জোট বেঁধেছে বিরোধীরাও৷ এহেন কঠিন সময়ে বিজেপি-র নেতৃত্বে এনডিএ জোটে ভাঙন শুরু হয়ে গিয়েছে৷
advertisement
advertisement
আগামিকাল অর্থাত্‍‌ মঙ্গলবার সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন৷ বিজেপি-র সঙ্গে বেশ কয়েক মাস ধরেই উপেন্দ্র কুশওয়াহা ও তাঁর দলের বিবাদ চলছিল৷ প্রকাশ্যে বিজেপি-র নিন্দাও শোনা যায় উপেন্দ্রর গলায়৷ ২০১৯ লোকসভা ভোটে বিহারে নীতিশ কুমারের জেডিইউ ও বিজেপি-র মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়৷ চুক্তি অনুযায়ী, লোকসভা নির্বাচনে বিহারে জেডিইউ ও বিজেপি লড়বে ১৭টি আসনে৷ বিহারে মোট লোকসভা আসন ৪০টি৷
advertisement
আরও ভিডিও: ৫ রাজ্যে কে এগিয়ে? দেখুন Exit Polls
এই চুক্তির পরেই ক্ষোভে ফেটে পড়েন উপেন্দ্র কুশওয়াহা৷ কারণ, উপেন্দ্রর RLSP-কে দেওয়া হয় ২টি আসন৷ ২০১৪ সালের থেকেও কম৷ বিজেপি-কে খোলাখুলি আক্রমণের আগে গত ৩০ নভেম্বর আসন সমঝোতা নিয়ে দলকে নিজের ক্ষোভ জানিয়েছিলেন কুশওয়াহা৷ কিন্ত‌ু শেষ পর্যন্ত লাভ হয়নি৷ RLSP এবার বিরোধীজোটের হাত ধরতে চলেছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
এনডিএ-তে বড় ভাঙন, মন্ত্রিত্ব ছাড়লেন কুশওয়াহা, হুমকি দিচ্ছে অগপ-ও
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement