মধ্যমণি মমতা, আজ এক টেবিলে সব বিরোধী-পক্ষ
Last Updated:
আজ অর্থাত্ সোমবার রাজধানীতে প্রথমবার বৈঠক করতে চলেছে বিরোধী জোট৷ বলা বাহুল্য, এই জোটের মধ্যমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে উত্খাতের রোডম্যাপ তৈরি করতেই এক টেবিলে সব বিরোধীপক্ষ৷
#নয়াদিল্লি: বিজেপি-বিরোধী জোট অনেক দিন ধরেই আলোচনার কেন্দ্রে৷ কিন্তু এই মহাজোটকে এখনও আলোচনার টেবিলে একসঙ্গে বসতে দেখা যায়নি৷ অবশেষে এল সেই দিন৷ আজ অর্থাত্ সোমবার রাজধানীতে প্রথমবার বৈঠক করতে চলেছে বিরোধী জোট৷ বলা বাহুল্য, এই জোটের মধ্যমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে উত্খাতের রোডম্যাপ তৈরি করতেই এক টেবিলে সব বিরোধীপক্ষ৷
মমতা তো থাকছেনই, তা ছাড়া বৈঠকে থাকছেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, ডিএমকে নেতা এম কে স্তালিন, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু, ফারুক আবদুল্লা-সহ তাবড় বিরোধী নেতৃত্ব৷
আগামিকাল অর্থাত্ মঙ্গলবারই ৫ রাজ্যের ভোটের ফল প্রকাশ৷ ওই দিন দিল্লিতেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার তিনি মুম্বই রওনা হবেন৷ তবে এ দিনের বিরোধী-জোট বৈঠকে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী উপস্থিত থাকবেন কিনা, এখনও জানা যায়নি৷
advertisement
Location :
First Published :
December 10, 2018 8:35 AM IST