Bizarre News: '২১৯০ দিন ধরে রাতে আমার কিছুতেই...', আজব অভিযোগ নিয়ে থানায় 'এই' ব্যক্তি! হতবাক পুলিশকর্মীরা

Last Updated:

Bizarre News: "আমি ঘুমাতে গেলেই স্বপ্নের মধ্যে রেডিও বাজতে থাকে। হঠাৎ হঠাৎ হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাট আসতে থাকে। ভয়ে আমার ঘুম ভেঙে যায়" ব্যক্তির কথা শুনে অবাক হয়ে যায় সকলে

রাতে ঘুম আসে না বলে পুলিশের দ্বারস্থ ব্যক্তি
রাতে ঘুম আসে না বলে পুলিশের দ্বারস্থ ব্যক্তি
ধানতলা, মৈনাক দেবনাথ: ‘আমার রাতে ঘুম আসে না, এর একটি বিহিত করুন’, এমনই এক অভিযোগ নিয়ে থানায় হাজির এক ব্যক্তি! অভিযোগ শুনে প্রথমে মনে হবে, এটা কি সত্যি? নাকি কোনও কমেডি শো’র স্ক্রিপ্ট! কিন্তু না, সবই নাকি একেবারে বাস্তবের ঘটনা।
নদিয়ার ধানতলা থানায় পুলিশ যখন সকালে নিজেদের কাজে ব্যস্ত, তখন হঠাৎই চোখে পড়ে এক ভদ্রলোক হাতে কাগজের গোছা নিয়ে গুটি গুটি পায়ে থানার ভেতরে প্রবেশ করছেন। মুখে তার গভীর চিন্তার ছাপ! কর্তব্যরত পুলিশ জিজ্ঞেস করতেই ভদ্রলোক বলেন, “আমি লিখিত অভিযোগ করতে এসেছি।” পুলিশকর্মী জিজ্ঞাসা করেন, “কিসের অভিযোগ?” ভদ্রলোকের জবাব, “মুখে বলা যাবে না, সব লিখে এনেছি!” তারপর খুলে দেখান চার পাতার অভিযোগপত্র। আর তাতেই শুরু হাসি চেপে রাখার লড়াই!”
advertisement
আরও পড়ুনঃ নতুন বছরের শুরুতেই পাহাড়ে কাজের সুযোগ, কার্শিয়ংয়ে হস্টেল স্টাফ, ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
অভিযোগে তিনি লেখেন, “আমি ঘুমাতে গেলেই স্বপ্নের মধ্যে রেডিও বাজতে থাকে। হঠাৎ হঠাৎ হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাট আসতে থাকে। ভয়ে আমার ঘুম ভেঙে যায়। ২১৯০ দিন ধরে আমি ঠিকমতো ঘুমাতে পারছি না। আর কতদিন এভাবে সহ্য করব? আপনারা একটা ব্যবস্থা করে দিন।” এই অভিযোগ পড়ে থানার ভিতরে মুহূর্তেই প্রশ্ন, হাসব না কাঁদব? রেডিও বন্ধ করব, না হোয়াটসঅ্যাপের ভয়েস চ্যাট? সবশেষে ধানতলা থানার পুলিশ ধৈর্য ধরে ওই ব্যক্তিকে বুঝিয়ে-সুজিয়ে শান্ত করেন এবং বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজো, দীপাবলি, লক্ষ্মীপুজো, শিবরাত্রি, হোলি, রাখী, ভাইফোঁটা, করবা চৌথ কবে? রইল ২০২৬ সালের উৎসবের ক্যালেন্ডার
অভিযোগপত্র থেকে জানা যায়, অভিযোগকারীর নাম গৌতম পাল। বাড়ি নদিয়ার দত্তপুলিয়া এলাকায়। স্বপ্নে রেডিও, ঘুমে হোয়াটসঅ্যাপ, এমন অভিযোগ আগে কখনও শোনেননি পুলিশও! নদিয়ার ধানতলা থানা এদিন সাক্ষী থাকল, এমন এক আজব, অভিযোগপত্রের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bizarre News: '২১৯০ দিন ধরে রাতে আমার কিছুতেই...', আজব অভিযোগ নিয়ে থানায় 'এই' ব্যক্তি! হতবাক পুলিশকর্মীরা
Next Article
advertisement
ISL 2026: আইএসএল আয়োজন করবে ফেডারেশনই, আগামী সপ্তাহে দিনক্ষণ ঘোষণা! জানাল এআইএফএফ
আইএসএল আয়োজন করবে ফেডারেশনই, আগামী সপ্তাহে দিনক্ষণ ঘোষণা! জানাল এআইএফএফ
  • আইএসএল নিয়ে জট কাটল৷

  • চলতি বছর আইএসএল-এর আয়োজন করবে ফেডারেশন৷

  • আগামী সপ্তাহে নির্ঘণ্ট ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement