West Bengal Job Alert: নতুন বছরের শুরুতেই পাহাড়ে কাজের সুযোগ, কার্শিয়ংয়ে হস্টেল স্টাফ, ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
West Bengal Job Alert: পাহাড়ে কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে স্বস্তির খবর। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে দার্জিলিং জেলার জন্য একাধিক পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ে কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে স্বস্তির খবর। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে দার্জিলিং জেলার জন্য একাধিক পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ ও ট্রাইবাল ডেভেলপমেন্ট দফতরের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে, যার ফলে পাহাড়ের যুবসমাজের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
advertisement
*জানা গিয়েছে, কার্শিয়াংয়ে অবস্থিত ৬০ শয্যা বিশিষ্ট কেন্দ্রীয় এসটি গার্লস হস্টেলে, হস্টেল স্টাফ নিয়োগ করা হবে চুক্তিভিত্তিকভাবে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তির পাশাপাশি একটি সংশোধনী (Corrigendum) প্রকাশ করে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ৫ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে। ফলে আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য বাড়তি সময় পাচ্ছেন।
advertisement
*পাহাড়ি অঞ্চলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি কারিগরি পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও একজন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই পদগুলির ক্ষেত্রেও আবেদন জমা দেওয়ার শেষ দিন ৫ জানুয়ারি ২০২৬।
advertisement
advertisement






