Birbhum News: বাড়ির ভিতরে রাখা একের পর এক রেল ইঞ্জিন! ঢুকলে মনে হবে কোথায় এলেই! সাংঘাতিক কাজ কারবার বীরভূমের যুবকের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
বীরভূমের বোলপুরের এই বাসিন্দা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এমএ-র ছাত্র।
বীরভূম: নিজের শখের বাড়ি আর নিজের সখের বাড়িতে বিভিন্ন ধরনের নতুনত্ব জিনিস রাখতে পছন্দ করে থাকেন অনেকে। তবে সেটা যদি হয় ট্রেনের প্রতি ভালবাসা বা ট্রেনের ইঞ্জিনের প্রতি ভালবাসা, তাহলে বাড়িতে কীভাবে ট্রেন এনে রাখবেন! আশা করি এটা কখনওই সম্ভব নয়। আস্ত একটি ট্রেন তো আপনি বাড়িতে নিয়ে এসে রাখতে পারবেন না। তবে সেটাও সম্ভব, এমনটাই করে দেখিয়েছেন বীরভূমের বোলপুরের এক যুবক। তার নিজের গোটা বাড়িটিকে বদলে দিয়েছেন আস্ত এক রেল মিউজিয়ামে।
বীরভূমের বোলপুরের এই বাসিন্দা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এমএ-র ছাত্র।২০২১ সাল থেকে বিভিন্ন ট্রেনের রেপ্লিকা সংগ্রহ করে আস্ত এক বাড়িটিকে ট্রেনের মিউজিয়ামে পরিণত করেছেন। যেখানে DR+52 দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রেনের রেপ্লিকা থেকে শুরু করে ব্রিটেনের স্টিম ইঞ্জিন ও পূর্ব ভারতের প্রথম রেল ইঞ্জিনের রেপ্লিকা। তবে কোথায় পেলেন এই সমস্ত ট্রেনের রেপ্লিকা! এ বিষয়ে জানা যায়, এইসব ট্রেনের রেপ্লিকা কখনও ইংল্যান্ড, কখনও জাপান আবার কখনও অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে।
advertisement
advertisement
শুধুই কি তাই, এর পাশাপাশি রয়েছে রেলের ল্যাম্প, যে ল্যাম্প কখনও রেলের গার্ডরা ব্যবহার করতেন, আবার কখনও রেল ইঞ্জিনের সামনে লাগানো থাকত। এই সমস্ত রেলের টুকিটাকি জিনিস দিয়ে ভরে তুলেছেন গোটা ঘরটিকে। প্রশ্ন হল, হঠাৎ কেন এই সমস্ত জিনিস নিয়ে ইচ্ছা জাগতে শুরু করল বোলপুরের বাসিন্দা শ্রয়ান বোসের! তিনি জানান, ছোট থেকেই ট্রেনে চড়ে বিভিন্ন জায়গা ঘুরতে ভালবাসেন তিনি। আর সেই থেকেই ট্রেনের বগি থেকে শুরু করে ট্রেনের ইঞ্জিন সম্পর্কে জানার আগ্রহ বাড়তে শুরু করে তার মনের মধ্যে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর তা থেকেই বিভিন্ন বই ঘেঁটে, ইউটিউব দেখে বিভিন্ন ট্রেনের ইঞ্জিন বগি সম্বন্ধে রিসার্চ শুরু করেন। যখন যে বগিটি যে ইঞ্জিনটি রেলের ভাল লেগেছে সেটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রেপ্লিকা হিসাবে অর্ডার করে দিয়েছেন। আগামী দিনে আরও বিভিন্ন ট্রেনের ইঞ্জিল সম্পর্কে রিসার্চ করে সেগুলি তার বাড়িতে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 11, 2025 1:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বাড়ির ভিতরে রাখা একের পর এক রেল ইঞ্জিন! ঢুকলে মনে হবে কোথায় এলেই! সাংঘাতিক কাজ কারবার বীরভূমের যুবকের







