Birbhum News: কী মারাত্মক, ইটভাটার ভিতর এ কী কাণ্ড! উদ্ধার জোড়া লাশ

Last Updated:

দেহ দুটো ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। (Birbhum News)

Birbhum News (প্রতীকী ছবি)
Birbhum News (প্রতীকী ছবি)
#বীরভূম: বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতের ঝিরুল গ্রামের রবিবার ভোরে যুগলের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। মৃতদের নাম অবিনাশ বাউরী ও নন্দিতা বাউরী নামে দু'জন তরুন তরুণী এদিন ভোরে একটা ইটভাটার মধ্যে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখে এলাকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে যায় দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ দেহ দুটি উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। দেহ দুটো ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। (Birbhum News)
আরও পড়ুন: পূর্ব রেলে 'ভারত গৌরব' চালাতে অনিহা, দেখা নেই বেসরকারি সংস্থার! কিন্তু কেন?
জানা গিয়েছে, অবিনাশ বাউরি লেবারের কাজ করতেন, অন্যদিকে নন্দিতা বাউরি এবছর মাধ্যমিক পরীক্ষা দিতেন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও দুই পরিবারই প্রেমের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন। তাঁরা জানান, প্রেম করত কিনা তাঁদের জানা নেই। তবে কেন এমন সিদ্ধান্ত দু'জনের, তা নিয়ে ক্রমেই জোড়ালো হচ্ছে রহস্য। কয়েকদিন আগে যুগলের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়া সদর থানার বেলবনি এলাকায়।
advertisement
আরও পড়ুন: মর্মান্তিক! এনটিপিসিতে কর্মরত জওয়ান সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী
শুক্রবার সকালে বেলবনি গ্রাম সংলগ্ন খড়ি খাদান এলাকার একটি জঙ্গলে গাছের ডালে গলায় ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় ওই যুগলকে দেখতে পান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুগলের নাম রিয়া লাই ও কৃষাণু পরামানিক। রিয়ার বাড়ি স্থানীয় ধাদিকা গ্রামে ও কৃষাণুর বাড়ি বেলবনি এলাকায়। এদিন যুগলকে গাছের ডালে মৃত অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ভাবে অনুমান, প্রণয় ঘটিত কারণে ওই যুগল আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: কী মারাত্মক, ইটভাটার ভিতর এ কী কাণ্ড! উদ্ধার জোড়া লাশ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement