Birbhum News: অর্থের অভাবে আটকে চোখের চিকিৎসা? বিনামূল্যে অপারেশন ও সব ব্যবস্থা জেলা পুলিশের!

Last Updated:

Birbhum News: আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য চোখ পরীক্ষা, রোগ নির্ণয় ও নামি দামি হাসপাতালে বিনামূল্যে চোখ অপারেশন করাচ্ছে বীরভূম জেলা পুলিশ।

চোখের জন্য বড় উদ্যোগ বীরভূম জেলা পুলিশের
চোখের জন্য বড় উদ্যোগ বীরভূম জেলা পুলিশের
#বীরভূম: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় এবং বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও রাজনগর থানার ব্যবস্থাপনায় 'সুরক্ষা' নামে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল রাজনগরে। রাজনগরের নজরুল মঞ্চে আয়োজিত এই চক্ষু পরীক্ষা শিবিরে এলাকার দুঃস্থ দরিদ্র মানুষদের চক্ষু পরীক্ষা করা হয়। কলকাতার (Kolkata) স্বনামধন্য শংকর নেত্রালয়ের সহযোগিতায় এলাকার দুস্থদের চক্ষু পরীক্ষা করেন শংকর নেত্রালয় (Sankara Nethralaya) থেকে আগত ৯ জন বিশিষ্ট চক্ষু চিকিৎসক (Eye Specialist)।
রাজনগর নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চক্ষু পরীক্ষা শিবিরের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায় চৌধুরী। সঙ্গে ছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী, এডিশনাল এসপি বোলপুর সুজিত কুমার দে, ডিএসপি হেডকোয়ার্টার মুহতাসিম আক্তার, শংকর নেত্রালয়ের ডক্টর অপূর্ব ঘোষ, রাজনগরের বিডিও শুভদীপ পালিত, সার্কেল ইন্সপেক্টর পীযূষ কান্তি লায়েক, রাজনগর থানার ওসি প্রসেনজিৎ দত্ত, ফরেস্ট রেঞ্জার কুদরাত-এ-খুদা সহ বিশিষ্টজনেরা।
advertisement
বীরভূম জেলা পুলিশ সুপার নাগেন্দ্র নাথ ত্রিপাঠী বলেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার শিবির থেকে এই অনুপ্রেরণা পেয়েছেন যে পুলিশ যদি মানুষের দুয়ারে পৌঁছাতে পারে তাহলেও সেটা একটা ভালো দিক খুলে যাবে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর এবং পরিষেবা দানের ক্ষেত্রে।' বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায় চৌধুরী জেলা পুলিশ সুপারের প্রশংসার পাশাপাশি তিনি জানান পুলিশ শুধু চোর ডাকাতই ধরে না, সাধারণ মানুষদের বিভিন্ন ধরনের পরিষেবাও দিতে পারে এবং কাজ করার মানসিকতা থাকলে কোন কিছুই আটকায় না, সেটা  বীরভূম জেলা পুলিশ দেখিয়ে দিয়েছেন।'
advertisement
advertisement
ডিএসপি হেডকোয়ার্টার মুহতাসিম আক্তার বলেন, 'পুলিশ বিভিন্ন সময়ে জনসেবামূলক কাজ করে চলেছে। রাজনগর থানায় কিছুদিন আগে আপনার থানা আপনার পাড়ায় এবং রক্তদান শিবির আয়োজিত হয়েছে, রাজনগর থানার ব্যবস্থাপনায় আজকে ফের এই চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হচ্ছে এবং এগুলিতে এলাকার সাধারণ মানুষ যেভাবে, সাড়া দিচ্ছেন তাতে তাদের ধন্যবাদ জানাই।' ডক্টর অপূর্ব ঘোষ জানান এখানে যাদের চক্ষু পরীক্ষা করা হবে এবং যাদের অপারেশনের প্রয়োজন হবে তাদের বিনামূল্যে কলকাতায় নিয়ে গিয়ে সেখানে অপারেশন করে ফের বাড়ি পৌঁছে দেওয়া হবে। যেসব রোগীদের চশমার প্রয়োজন হবে তাদের চশমাও বিতরণ করা হবে বলে জানান তিনি। রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধক্ষ সুকুমার সাধু চক্ষু পরীক্ষা শিবির করার জন্য জেলা পুলিশ সুপার সহ অন্যান্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
advertisement
বিডিও শুভদীপ পালিত জানান, বহু দুঃস্থ গরীব মানুষ কোথাও দূরে চক্ষু পরীক্ষা করতে যেতে পারেন না, তাঁরা এখানে এসে চক্ষু পরীক্ষা করাতে পারছেন। মানুষের দৃষ্টিশক্তি দুর্বল থাকলে বাইক চালানোর সময় দুর্ঘটনাও বাড়ে। সুতরাং চক্ষুর মত এক অমূল্য সম্পদের চিকিৎসার জন্য যারা শিবির করেছেন তাদের ধন্যবাদ জানাই। অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর সুরজিৎ কুমার দে বলেন, 'আমাদের রাজ্যের সবচেয়ে নামকরা শংকর নেত্রালয়, সেখান থেকে নামকরা চক্ষু বিশেষজ্ঞরা এসে এখানে যে চক্ষু পরীক্ষা করছেন সাধারণ মানুষদের, তাতে এলাকার লোক খুবই উপকৃত হবেন। রাজনগরের ফরেস্ট রেঞ্জার কুদরাত-এ-খুদা রাজনগরে গ্রামীণ এলাকায় এই ধরনের চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হওয়ায় বীরভূম জেলা পুলিশের ভূয়সী প্রশংসা করেন। রাজনগরে নজরুল মঞ্চ আয়োজিত এই চক্ষু পরীক্ষা শিবির শংকর নেত্রালয় এর নামকরা ৯জন চক্ষু চিকিৎসক এলাকার তিনশোরও অধিক মানুষদের চক্ষু পরীক্ষা করান রাজনগরের বহিলাপারা, আরালি, খোদাইবাগ, রানীগ্রাম গাঙ্গমুড়ি সহ বিভিন্ন গ্রামের মানুষ এসে নিজেদের চক্ষু পরীক্ষা করান এই শিবিরে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: অর্থের অভাবে আটকে চোখের চিকিৎসা? বিনামূল্যে অপারেশন ও সব ব্যবস্থা জেলা পুলিশের!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement