Saayoni Ghosh: মাঝরাতে বাড়ির অন্দরেও 'খেলা হবে'! সায়নী ঘোষের এই ভিডিও আপনার মন জিতে নিতে বাধ্য...

Last Updated:

Saayoni Ghosh: মিষ্টি এই ভিডিওতে সায়নী ঘোষ রাত করে বাড়ি ফেরার পর দেখাচ্ছেন তাঁর মা-কে আর তাঁর প্রাণপ্রিয় দুই পোষ্যকে।

মা-কে নিয়ে ভিডিও শেয়ার সায়নী ঘোষের
মা-কে নিয়ে ভিডিও শেয়ার সায়নী ঘোষের
#কলকাতা: চলতি বছরে বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন তিনি। কিন্তু তিনি মনে করেন, প্রচুর মানুষ তাঁকে ভালবেসে তাঁর সঙ্গে রয়েছেন। এমনকী ভোটে হারলেও তৃণমূল তাঁকে যুব সংগঠনের শীর্ষে বসিয়েছে। এহেন সায়নী ঘোষ (Saayoni Ghosh) এবার তুলে ধরলেন তাঁর বাড়ির অন্দরের এক ভিডিও (Video)। মিষ্টি এই ভিডিওতে সায়নী রাত করে বাড়ি ফেরার পর দেখাচ্ছেন তাঁর মা-কে আর তাঁর প্রাণপ্রিয় দুই পোষ্যকে।
ভিডিও মা-মেয়ের কথোপকথন চলছে বিস্কুট খাওয়া নিয়ে। রাত দুটোর সময় মায়ের বিস্কুট খাওয়ার ভিডিওতে সায়নী জানতে চেয়েছেন, 'কটা বিস্কুট খেয়েছ?' সায়নীর মা উত্তর দিচ্ছেন,'পাঁচটা'! তা শুনে রীতিমতো চমকে উঠে সায়নী জানতে চান, 'পাঁচটা বিস্কুট খেয়েছ!' এরপরই টুকরো-টুকরো কথার মাঝে সায়নী ঘোষের মা বলে ওঠেন, 'খেলা হবে'! তা শুনে আরও চমকে যান সায়নী। হাসতে-হাসতেই জিজ্ঞেস করেন, 'কী হবে?' সায়নীর মা ফের উত্তর দেন, 'খেলা হবে'!
advertisement
advertisement
এখানেই শেষ নয়, সায়নী যখন বলে ওঠেন 'জয় বাংলা', সেই সুরে সুর মিলিয়ে তাঁর মা-ও বলে ওঠেন, 'জয় বাংলা'। গোটা ভিডিওটি তুমুল জনপ্রিয় হয়েছে নেটমাধ্যমে। প্রসঙ্গত, বিধানসভা ভোটে বিপুলভাবে তৃণমূল তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সে সময় তিনি ছেড়ে দেন যুব তৃণমূলের সভাপতির পদ। আর অভিষেকের জায়গায় দায়িত্বে আনা হল অভিনেত্রী সায়নী ঘোষকে। তৃণমূলের নতুন যুব সভানেত্রী হন তিনি।
advertisement
ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়ান আসানসোল দক্ষিণ আসেনে। তৃণমূল সূত্রে খবর, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের সংগঠন সাজাতে চাইছেন তৃণমূল নেত্রী। আর সেই সূত্রেই পরিকল্পনামাফিক বর্তমান প্রজন্মের প্রতিনিধি সায়নীকে যুব সংগঠনের মতো গুরুদায়িত্ব দেওয়া হয়। ভোটে হারলে তাঁর লড়াই নজর কেড়েছিল সকলের। লড়াকু মানসিকতার সায়নীকে (Saayoni Ghosh) তাই যুবর দায়িত্বে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
আর যুব-র দায়িত্ব পাওয়া ইস্তক রাজ্যের নানা প্রান্তে রীতিমতো ছুটে বেড়াচ্ছেন সায়নী। এমনকী তাঁকে ত্রিপুরাতেও পাঠাচ্ছে দল। দলের সংগঠনকে আরও মজবুত করতে গিয়ে স্বাভাবিকভাবেই দিনরাত ভুলেছেন সায়নী। ফলে তাঁর বাড়ি ফিরতে রাতও হয়ে যায় অনেক সময়। এই পরিস্থিতিতে বাড়িতে ফিরে অল্প সময়ের জন্য হলেও এমন মিষ্টি সময় যে তিনি কাটান, সেটাই যেন উঠে এলে অভিনেত্রী তথা নেত্রীর সাম্প্রতিকতম ভিডিওতে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saayoni Ghosh: মাঝরাতে বাড়ির অন্দরেও 'খেলা হবে'! সায়নী ঘোষের এই ভিডিও আপনার মন জিতে নিতে বাধ্য...
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement