Anubrata-Kajal: ভাইরাল অডিও কাণ্ডের পর গড়িয়েছে অনেক জল... শনিবার ফের মুখোমুখি হবেন কেষ্ট-কাজল...
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এরই মধ্যে ভাইরাল অডিও কাণ্ডে অস্বস্তি বাড়ে অনুব্রতর। আবার কলকাতায় ডেকে দল তাকে কড়া বার্তা দেওয়ার পরেও, কয়েক ঘণ্টার মধ্যে আলাদা করে বৈঠক ডেকে বসেন প্রাক্তন জেলা সভাপতি।
ময়ূরাক্ষী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। কোর কমিটির একাধিক সদস্যের সঙ্গে দূরত্ব বেড়েছে অনুব্রতর। গত সপ্তাহেই কলকাতায় দলের শীর্ষ নেতৃত্ব কাজলকে মুখোমুখি বসিয়ে বুঝিয়ে দিয়েছে একক সিদ্ধান্ত নিয়ে দল চলবে না। দলের জেলা চেয়ারম্যান করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। তিনি ডাকবেন বৈঠক। কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গেলে, কোর কমিটির অনুমোদন আবশ্যক। এহেন পরিস্থিতিতে আজ বীরভূমে বসছে কোর কমিটির বৈঠক।
বীরভূমে দলের জেলা সভাপতি আর পদে নেই অনুব্রত মণ্ডল। উল্টে ওই পদই তুলে দিয়েছে তৃণমূল। স্পষ্ট নির্দেশ, জেলায় দলের সাংগঠনিক কাজকর্ম দেখবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটি। গরুপাচার মামলায় ২০২২ সালে অনুব্রত গ্রেফতার হওয়ার পরেই বীরভূমে কোর কমিটি গড়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা। কমিটিতে রেখেছিলেন কাজলকে, যাঁর সঙ্গে কেষ্টর ‘মধুর’ সম্পর্ক সর্বজনবিদিত। কিন্তু অনুব্রতের গ্রেফতারির পরেও জেলায় দলের জেলা সভাপতি পদ ছিল। ওই পদে বহালও ছিলেন অনুব্রত। পরে যখন তিনি জেল থেকে ছাড়া পান, আলাদা করে তাঁকে ওই পদে বসানোরও কোনও বিষয় ছিল না।
advertisement
জেলা সভাপতি হওয়ার সুবাদে কোর কমিটিতেও তাঁর অন্তর্ভুক্তি ঘটে। তবে দলনেত্রী মমতা বার বার কড়া নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছিলেন, কোর কমিটির সঙ্গে সমন্বয় রেখেই কেষ্টকে দল চালাতে হবে। কিন্তু তার পরেও অনুব্রত যে ভাবে কোর কমিটিকে এড়িয়ে কাজ করছিলেন, তাতে জেলার নেতাদের একাংশের মধ্যে ক্ষোভ বাড়ে। দলীয় সূত্রে দাবি, সেই সব খবরাখবর শীর্ষ নেতৃত্বের কানে গিয়েছিল। জেলা সভাপতি পদ তুলে দিয়ে অনুব্রতকে আগেই বার্তা দিয়েছিল তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
আরও পড়ুন: নৈশভোজে যাওয়ার জন্য জোরাজুরি ট্রাম্পের, না বলে কেন ফিরে এলেন? ওড়িশায় ফাঁস করলেন মোদি
এরই মধ্যে ভাইরাল অডিও কাণ্ডে অস্বস্তি বাড়ে অনুব্রতর। আবার কলকাতায় ডেকে দল তাকে কড়া বার্তা দেওয়ার পরেও, কয়েক ঘণ্টার মধ্যে আলাদা করে বৈঠক ডেকে বসেন প্রাক্তন জেলা সভাপতি। এমনকি দুবরাজপুরে মিছিল ডেকে দেন। পরবর্তী সময়ে পুনরায় দলের শীর্ষ নেতৃত্বর আদেশ পেয়ে পিছিয়ে আসেন অনুব্রত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 21, 2025 9:31 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata-Kajal: ভাইরাল অডিও কাণ্ডের পর গড়িয়েছে অনেক জল... শনিবার ফের মুখোমুখি হবেন কেষ্ট-কাজল...