Narendra Modi on Donald Trump Invitation: নৈশভোজে যাওয়ার জন্য জোরাজুরি ট্রাম্পের, না বলে কেন ফিরে এলেন? ওড়িশায় ফাঁস করলেন মোদি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কানাডায় জি ৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে ফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে প্রায় ৩৫ মিনিট কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
ডোনাল্ড ট্রাম্প তাঁকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ কিন্তু তিনি শুধু মহাপ্রভুর ভূমিতে আসবেন বলে সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে চলে এসেছেন৷ এ দিন ওড়িশায় গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওড়িশায় বিজেপি সরকারের ক্ষমতায় আসার বর্ষপূর্তি উপলক্ষে ওড়িশায় গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
ওড়িশায় গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দু দিন আগেই কানাডায় জি ৭ বৈঠকে যোগ দিতে গিয়েছিলাম আমি৷ তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে ফোন করেন৷ উনি আমাকে বলেন, আপনি তো কানাডায় এসেছেন, তাহলে ওয়াশিংটন হয়ে ফিরুন৷ আমরা একসঙ্গে নৈশভোজ করতে করতে কথা বলব৷ নিমন্ত্রণ রক্ষার জন্য উনি আমাকে রীতিমতো জোরাজুরি করছিলেন৷ কিন্তু আমি আমেরিকার প্রেসিডেন্টকে বললাম, নিমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ৷ কিন্তু আমার কাছে মহাপ্রভুর ভূমিতে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ৷ তাই বিনম্র ভাবে আমি মার্কিন প্রেসিডেন্টের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি৷ আপনাদের ভালবাসা এবং মহাপ্রভুর প্রতি আপনাদের ভক্তির জন্যই আজ আমি এই ভূমিতে পা রাখতে পেরেছি৷’
advertisement
#WATCH | Bhubaneswar, Odisha: “Just two days ago, I was in Canada for the G7 summit and the US President Trump called me. He said, since you have come to Canada, go via Washington, we will have dinner together and talk. He extended the invitation with great insistence. I told the… pic.twitter.com/MdLsiYnNCQ
— ANI (@ANI) June 20, 2025
advertisement
advertisement
বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এ দিন আরও বলেন, বিজেপি সরকার ওড়িশার মানুষের স্বপ্নপূরণ করেছে৷ কারণ জগন্নাথ মন্দিরের চারটি গেট এবং রত্নভাণ্ডার রাজ্য সরকারের উদ্যোগে খুলে দেওয়া হয়েছে৷ তিনি আরও দাবি করেন, গত একবছরে ওড়িশা সরকার সুশাসন উপহার দিয়েছে৷ সরকারি পরিষেবার মানও উন্নত হয়েছে৷
এ দিন ওড়িশায় ১০৫টি উন্নয়নমূলক প্রকল্পের শিলন্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বেশ কয়েকটি নতুন ট্রেনেরও উদ্বোধন করেন তিনি৷
advertisement
কানাডায় জি ৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে ফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে প্রায় ৩৫ মিনিট কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ডোনাল্ড ট্রাম্প আগেই ফিরে যাওয়ায় মোদির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়নি নরেন্দ্র মোদির৷ অপারেশন সিঁদুরের পর এই প্রথম ট্রাম্পের সঙ্গে কথা হল মোদির৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2025 7:55 PM IST