West Bengal news: হেলমেট না পরলেই চকলেট! হতবাক হয়ে গেলেন বাইক আরোহীরা
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
West Bengal news: বিদ্যালয়ের বাচ্চা মেয়েরা হাত নেড়ে থামাচ্ছে ট্র্যাফিক। হেলমেট না পরলে গাড়ি থামিয়ে হাতে ধরিয়ে দিচ্ছে গোলাপ ফুল আর চকোলেট। অদ্ভুত ছবির সাক্ষী থাকল বাঁকুড়া।
বাঁকুড়া: বিদ্যালয়ের বাচ্চা মেয়েরা হাত নেড়ে থামাচ্ছে ট্র্যাফিক। হেলমেট না পরলে গাড়ি থামিয়ে হাতে ধরিয়ে দিচ্ছে গোলাপ ফুল আর চকোলেট। অদ্ভুত ছবির সাক্ষী থাকল বাঁকুড়া। বাঁকুড়া কালিতলা প্রাইমারি গার্লস স্কুলের ছাত্রীরা মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ট্র্যাফিক কন্ট্রোলের পাঠ শিখে বাঁকুড়ার প্রাণভোমরা মাচানতলা চৌমাথায় হয়ে গেল এক বিরাট কাণ্ড। হেলমেট না পরলেই হাতে চকোলেট আর ফুল!
advertisement
advertisement
তবে বার্তা একটাই, যে হেলমেট পরে ভবিষ্যৎ সুরক্ষিত করুন। সকাল সকাল চৌমাথার মোড়ে হাজির ট্র্যাফিক পুলিশ। লাইন দিয়ে এল স্কুলের ছাত্রীরা। মূকাভিনয় করে হেলমেট পরার প্রয়োজনীয়তা তুলে ধরল এক ছাত্রী। এরপর শুধু করতালি। সাধারণ মানুষ যথেষ্ট অনুপ্রাণিত হয়েছেন সেটা বোঝা গেল। তারপর মেয়েরা শিখল ট্র্যাফিক কন্ট্রোল। কীভাবে গাড়ি ছাড়তে হয়, কীভাবে গাড়ি থামাতে হয়।
advertisement
ব্যাস, আর কী? একে একে শুরু করে দিল কাজ। উৎসাহিত জনতা দেখতে থাকল বাঁকুড়ার ভবিষ্যতের ট্র্যাফিক কন্ট্রোল করতে। যারা হেলমেট পরেননি তাদের মুখেও দেখা গেল হাসি, হাতে চকোলেট এবং গোলাপ ফুল নিয়ে যেন প্রতিজ্ঞাবদ্ধ হল তারা হেলমেট পরার।
advertisement
কালিতলা গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা জানান, এই পাঠের মাধ্যমে যথেষ্ট উপকৃত হয়েছে ছাত্রীরা। নিজেদের সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে পেরেছে তারা। এভাবেই বিদ্যালয়ের কচিকাঁচারা বাঁকুড়ার ভিড় রাস্তায় তৈরি করল এক অদ্ভুত দৃষ্টান্ত।
নীলাঞ্জন ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 08, 2025 9:03 PM IST









