Indian Railways: ‘আমার বাবা আমায় অন্তঃসত্ত্বা করেছে’! ট্রেনের টয়লেটে অদ্ভুত শব্দ শুনে দরজা খুলে মিলল একটা সিম আর…
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian Railways: উত্তরপ্রদেশের মোরাদাবাদে চলন্ত ট্রেনে এক ভয়ঙ্কর ঘটনার কথা জানতে পেরেছে পুলিশ। ট্রেনের টয়লেটে ডাস্টবিন ব্যাগের মধ্যে পড়েছিল এক শিশু, তার চিৎকার শুনতে পায় পুলিশ। সেই সঙ্গে পাওয়া যায় একটি মোবাইল সিমও সেই সূত্র ধরেই ভয়ঙ্কর এক অপরাধের খোঁজ পেল পুলিশ।
মোরাদাবাদ: উত্তরপ্রদেশের মোরাদাবাদে চলন্ত ট্রেনে এক ভয়ঙ্কর ঘটনার কথা জানতে পেরেছে পুলিশ। ট্রেনের টয়লেটে ডাস্টবিন ব্যাগের মধ্যে পড়েছিল এক শিশু, তার চিৎকার শুনতে পায় পুলিশ। সেই সঙ্গে পাওয়া যায় একটি মোবাইল সিমও সেই সূত্র ধরেই ভয়ঙ্কর এক অপরাধের খোঁজ পেল পুলিশ।
সংবাদ সংস্থা এএনআইতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২২ জুন নাবালিকাকে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল, সঙ্গে ছিল তার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও। ট্রেন যখন বারাণসীর কাছে তখন ট্রেনের টয়লেটে একটি শিশুর জন্মদেয় ওই নাবালিকা। তখন অন্য একটি ট্রেনের টয়লেটে ওই শিশুপুত্রকে একটি ব্যাগে করে ফেলে দিয়ে নাবালিকাকে নিয়ে ট্রেন থেকে নেমে যায় পরিবার।
advertisement
advertisement
তারপরে যাত্রীরা এবং হকাররা ট্রেনে উঠে শিশুর চিৎকার শুনে দেখেন একটি সদ্যোজাত পুত্রসন্তান পড়ে আছে। তারপরে তারা ট্রেনের চেকারের কাছে নিয়ে যান শিশুকে। তারপরে শিশুর চিকিৎসা শুরু করা হয়।
পুলিশ জানিয়েছে সদ্যোজাত ওই শিশুর সঙ্গেই একটি মোবাইলের সিম পড়েছিল। সেই সূত্রেই এক নাবালিকার খোঁজ পায় পুলিশ। তার কাছে জানা গিয়েছে নাবালিকার বাবা তাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে। ওই পরিবার বিহারের বাসিন্দা।
advertisement
নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, নাবালিকার বাবা গত এক বছর ধরে নিয়মিত মদ্যপান করে তাকে নির্যাতন করত, যার জেরেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নাবালিকার বাবাকে খুঁজে বেড়াচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 8:24 PM IST