Indian Railways: ফাঁকা ট্রেনে তোলে দুই যুবক, তারপর... রেলে কা*টা পড়ে হাসপাতালে যুবতী, মৃ*ত্যুর আগে বললেন দু*র্ঘটনার কারণ

Last Updated:
Indian Railways: হরিয়ানার পানিপথে ভয়ঙ্কর ঘটনা! ট্রেনের কামরায় এক যুবতীকে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। তবে নৃশংসতা এখানেই শেষ নয় নির্যাতিতা মহিলাকে অভিযুক্তরা গণ নির্যাতনের পরে পানিপথ রেল স্টেশন থেকে সোনিপতে নিয়ে যায়। সেখানে যুবতীকে ট্রেনলাইনে ফেলে দেয় মৃত্যু নিশ্চিত করতে।
1/5
পানিপথ: হরিয়ানার পানিপথে ভয়ঙ্কর ঘটনা! ট্রেনের কামরায় এক যুবতীকে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। তবে নৃশংসতা এখানেই শেষ নয় নির্যাতিতা মহিলাকে অভিযুক্তরা গণ নির্যাতনের পরে পানিপথ রেল স্টেশন থেকে সোনিপতে নিয়ে যায়। সেখানে যুবতীকে ট্রেনলাইনে ফেলে দেয় মৃত্যু নিশ্চিত করতে। Representative Image
পানিপথ: হরিয়ানার পানিপথে ভয়ঙ্কর ঘটনা! ট্রেনের কামরায় এক যুবতীকে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। তবে নৃশংসতা এখানেই শেষ নয় নির্যাতিতা মহিলাকে অভিযুক্তরা গণ নির্যাতনের পরে পানিপথ রেল স্টেশন থেকে সোনিপতে নিয়ে যায়। সেখানে যুবতীকে ট্রেনলাইনে ফেলে দেয় মৃত্যু নিশ্চিত করতে। Representative Image
advertisement
2/5
নির্যাতিতা যুবতী তখনও প্রাণে বাঁচার চেষ্টা করেছিলেন। কিন্তু উল্টো দিক থেকে একটি ট্রেন আসায় তাঁর পা কাটা পড়ে। গুরুতর আহত আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে সোনিপতের হাসপাতাল এবং পরে PGI রোহতক হাসপাতালে রেফার করা হয়। পরে অত্যাচারের ঘটনা জানা যায়। জানা গিয়েছে, মহিলা বাড়ি থেকে নিখোঁজ ছিলেন এবং স্বামী পুলিশে নিখোঁজ ডায়েরিও দায়ের করেছিলেন। Representative Image
নির্যাতিতা যুবতী তখনও প্রাণে বাঁচার চেষ্টা করেছিলেন। কিন্তু উল্টো দিক থেকে একটি ট্রেন আসায় তাঁর পা কাটা পড়ে। গুরুতর আহত আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে সোনিপতের হাসপাতাল এবং পরে PGI রোহতক হাসপাতালে রেফার করা হয়। পরে অত্যাচারের ঘটনা জানা যায়। জানা গিয়েছে, মহিলা বাড়ি থেকে নিখোঁজ ছিলেন এবং স্বামী পুলিশে নিখোঁজ ডায়েরিও দায়ের করেছিলেন। Representative Image
advertisement
3/5
তথ্য অনুযায়ী, নির্যাতিতা যুবতী (৩৫) ২৩ জুন বাড়ি থেকে নিখোঁজ হন। ২৬ জুন তাঁর স্বামী কিলা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন। এর পরে ২৫ জুন সোনিপতে হিন্দু কলেজের কাছে মহিলার পা কাটা পড়ে। সোনিপত GRP তাকে সিভিল হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তাকে PGI রোহতক রেফার করা হয়। Representative Image
তথ্য অনুযায়ী, নির্যাতিতা যুবতী (৩৫) ২৩ জুন বাড়ি থেকে নিখোঁজ হন। ২৬ জুন তাঁর স্বামী কিলা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন। এর পরে ২৫ জুন সোনিপতে হিন্দু কলেজের কাছে মহিলার পা কাটা পড়ে। সোনিপত GRP তাকে সিভিল হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তাকে PGI রোহতক রেফার করা হয়। Representative Image
advertisement
4/5
রোহতক PGI-তে চিকিৎসার সময় পরিবারের লোকদের ঘটনাটি জানানো হয়। PGI-তে মহিলা জানান, ২৪ জুন রাতে তিনি পানিপত স্টেশনে ছিলেন। দুই-তিন যুবক তাকে মালগুদামের কাছ থেকে তুলে নিয়ে যায় এবং ট্রেনের কামরায় নির্যাতন করে। Representative Image
রোহতক PGI-তে চিকিৎসার সময় পরিবারের লোকদের ঘটনাটি জানানো হয়। PGI-তে মহিলা জানান, ২৪ জুন রাতে তিনি পানিপত স্টেশনে ছিলেন। দুই-তিন যুবক তাকে মালগুদামের কাছ থেকে তুলে নিয়ে যায় এবং ট্রেনের কামরায় নির্যাতন করে। Representative Image
advertisement
5/5
তারপর তাঁকে ট্রেনে সোনিপত নিয়ে যায়। সোনিপত স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নির্যাতিতাকে ধাক্কা দিয়ে লাইনে ফেলে দেওয়া হয়। লাইন পেরোনোর সময় তাঁর পা আটকে যায়, পরে ট্রেন এসে পড়ায় তার পা কাটা পড়ে। যদিও নির্যাতিতা কোথায় ঘটনাটি ঘটেছিল তা বলতে পারেননি। তিনি স্বামীর বন্ধুদের এই ঘটনার জন্য দায়ী করেছেন। রেল পুলিশ জিরো এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। Representative Image
তারপর তাঁকে ট্রেনে সোনিপত নিয়ে যায়। সোনিপত স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নির্যাতিতাকে ধাক্কা দিয়ে লাইনে ফেলে দেওয়া হয়। লাইন পেরোনোর সময় তাঁর পা আটকে যায়, পরে ট্রেন এসে পড়ায় তার পা কাটা পড়ে। যদিও নির্যাতিতা কোথায় ঘটনাটি ঘটেছিল তা বলতে পারেননি। তিনি স্বামীর বন্ধুদের এই ঘটনার জন্য দায়ী করেছেন। রেল পুলিশ জিরো এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। Representative Image
advertisement
advertisement
advertisement