এলাকা থেকে উধাও হচ্ছিল একের পর এক মোটরবাইক! শেষমেশ রহস্যের কিনারা করল পুলিশ
- Published by:Suman Majumder
- hyperlocal
Last Updated:
পর পর বাইক উধাও। তদন্তে নেমে বড় সাফল্য পুলিশের।
দাসনগর: চুরি হওয়া একাধিক বাইক উদ্ধার দাসপুর পুলিশের, গ্রেফতার দুই।
বেশ কিছু দিন ধরেই দাসপুর থানা এলাকা থেকে চুরি যাচ্ছিল একাধিক বাইক।ভিন জেলার বেশকিছু যুবকের সাথে হাত মিলিয়ে এই বাইক চুরির ঘটনায় জড়িত দাসপুরেই কয়েকজন এমনই খবর আসে দাসপুর থানার পুলিশের কাছে।
এমনকী চুরি হওয়া বাইক কম দামে অনায়াসে বিক্রি করা হত বিভিন্ন ব্যক্তিকে,এছাড়াও ভিন জেলাতেও নিয়ে গিয়ে চুরি হওয়া বাইক বিক্রি করা হত।এই বাইক চুরির চক্রের সাথে ভিন জেলা বা বাইরের সাথে স্থানীয় কিছু যুবক জড়িত রয়েছে গোপন সূত্রে এই খবর পায় দাসপুর থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন- রাস্তার পাশ থেকে পুলিশ কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
বাইক চুরির চক্রকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতে পুলিশ,পুলিশের পাতা ফাঁদে পা দেয় এক যুবক,তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে একের পর এক তথ্য, উদ্ধার হয় একাধিক চুরি হওয়া বাইক।
তবে উদ্ধার হওয়া বাইকের সংখ্যা এখনই প্রকাশ করতে না চাইলেও সংখ্যাটা আরও বাড়বে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানাযায়।
advertisement
দাসপুর পুলিশ সূত্রে জানাযায়,বাইক চুরি ও বিক্রির সাথে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের আজ ঘাটাল মহকুমা আদালতে পাঠানো হবে।গ্রেফতার দুজনের মধ্যে একজন অভিজিৎ মন্ডল ও অপরজন সুরজ আলি।
অভিজিৎ এর বাড়ি দাসপুর থানারই সুরতপুরে এবং সুরজ আলির বাড়ি গড়বেতা থানার রাঙামাটি এলাকায়।বাইক চুরির সাথে আরও জড়িত আছে কিনা তারই সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। ধৃ
advertisement
তদের আজ তোলা হয় ঘাটাল মহকুমা আদালতে, তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশে হেফাজত চেয়ে ঘাটাল আদালতে আবেদন জানায় তদন্তকারী অফিসার।
তদন্তকারীর আবেদনে সাড়া দিয়ে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ঘাটাল মহকুমা আদালত। পুলিশ সূত্রে খবর ধৃতদের কাছ থেকে আরো বড় বাইক চুরি চক্রের হদিস পেতে চলেছে দাসপুর থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 12:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এলাকা থেকে উধাও হচ্ছিল একের পর এক মোটরবাইক! শেষমেশ রহস্যের কিনারা করল পুলিশ