Bike APP: নবান্ন অভিযানের দিনে বাইক অ্যাপে ভাড়া প্রায় দ্বিগুণ! মাথায় হাত যাত্রীদের

Last Updated:

নবান্ন অভিযানে বাইক অ্যাপ ভাড়া দ্বিগুণ! যাত্রীদের মুখে এমন অভিযোগ মাঝে মধ্যেই উঠে আসে, যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়ার কারণ জানালেন বাইক অ্যাপ চালকরা।

+
নবান্ন

নবান্ন অভিযানের রাপিড ভাড়ায় ছ্যাঁকা 

হাওড়া, রাকেশ মাইতি: নবান্ন অভিযানে বাইক অ্যাপ ভাড়া দ্বিগুণ! যাত্রীদের মুখে এমন অভিযোগ মাঝেমধ্যেই উঠে আসে। সাধারণ দিনের তুলনায় এমন দিনগুলোতে বাড়তি ভাড়া হেঁকে বসেন বাইক অ্যাপ। এই সমস্যা ৯ই আগস্ট নবান্ন অভিযানেও দেখা গেল হাওড়া স্টেশন চত্বরে। অন্যান্য পাবলিক যান পরিষেবা থেকে বাইক অ্যাপ পরিষেবা নিতে একটু বেশি খরচ করতে হয় যাত্রীদের। খুব সহজে অলিগলি এবং দ্রুত গন্তব্যে পৌঁছতে বাইক অ্যাপ পরিষেবা নিয়ে থাকেন বেশির ভাগ যাত্রী। নবান্ন অভিযানের মতো এইরকম দিনে একমাত্র বাইক অ্যাপ পরিষেবা ভরসা হয়ে ওঠে। হাওড়া স্টেশন চত্বর থেকে বিভিন্ন স্থানে যেতে বাইক অ্যাপ পরিষেবা নিতেই ছ্যাঁকা খাচ্ছে মানুষ। তাতেই অভিযোগের তির চালকদের দিকে। কেনই বা ভাড়া এত বেশি নিচ্ছেন তারা, এর কারণ কী! বিস্তারিত জানালেন চালকরা।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং অন্যান্য সংগঠনের ডাকে ৯ই আগস্ট নবান্ন অভিযান। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে শক্তিশালী ব্যারিকেড লাগানো হয়েছে। বাস চলাচল বহু রাস্তাতেই বন্ধ। এমনকি টোটো, অটো বা অন্য যানবাহন চলাচল বন্ধ বহু রাস্তায়। এদিকে ট্রেন পরিষেবা সচল রয়েছে। হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে যাত্রীরা এসে পৌঁছচ্ছেন। সেই সমস্ত যাত্রীরা শিয়ালদা, কলকাতা সহ হাওড়ার বিভিন্ন প্রান্তে পৌঁছতে সমস্যায় পড়ছেন যানবাহন না থাকার ফলে। তাদের মধ্যেই একাংশ যাত্রী বাইকে অর্থাৎ বাইক অ্যাপ পরিষেবা নিচ্ছেন। অনেকেই এমন দিনে বাড়তি খরচ হবে, বুঝেই বাইক অ্যাপ চড়ছেন। তারা দ্রুত গন্তব্যে পৌঁছতে এক কথাতেই ভাড়া চুকিয়ে বাইকে বসছেন। কিন্তু একাংশের যাত্রী বাড়তি টাকা দিতে নারাজ।
advertisement
এমন বেশ কিছু যাত্রী অভিযোগ করেন, সাধারণ দিনের তুলনায় বেশ কিছুটা বেশি বা ডবল ভাড়া নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে বাইক অ্যাপ চালকরা জানাচ্ছেন, এমন দিনে ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এতে সমস্যা হচ্ছে যাত্রীদের। কিন্তু উপায় থাকছে না আমাদের, নবান্ন অভিযানের মতো দিনে বিভিন্ন রাস্তা বন্ধ। সেই সমস্ত রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়াও সম্ভব নয়। ফলে ঘুর পথে যেতে হচ্ছে। যে কারণে দ্বিগুণ বা তিন গুণ রাস্তা অতিক্রম করতে হচ্ছে, তেল বেশি পুড়ছে, বেশি সময় লাগছে। যে কারণে বাইক অ্যাপ ভাড়া অন্যান্য সাধারণ দিনের তুলনায় বেশি খরচ করতে হচ্ছে যাত্রীদের। এক বাইক অ্যাপ চালক জানালেন, যেখানে ৭০ টাকা, সেই ভাড়া ঘুরিয়ে যাবার জন্য ১২০ বা ১৩০ টাকা নেওয়া হচ্ছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike APP: নবান্ন অভিযানের দিনে বাইক অ্যাপে ভাড়া প্রায় দ্বিগুণ! মাথায় হাত যাত্রীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement