Toto News: অবৈধ টোটোই যত নষ্টের গোড়া! জোট বাঁধল অটো এবং বাস ইউনিয়ন, বিরাট সিদ্ধান্তে মাথায় হাত টোটোচালকদের
- Published by:Ratnadeep Ray
- local18
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Toto News: শহর জুড়ে অবৈধ টোটো রিকশার দৌরাত্ম্য। প্রশাসনকে বলেও কোনও সুরাহা হচ্ছে না। শেষমেশ দুর্গাপুর টাউন সার্ভিস বাস ও অটোরিকশা অনির্দিষ্টকালের জন্য যাত্রী পরিষেবা বন্ধ করে দেয়।
দুর্গাপুর, দীপিকা সরকার: শহর জুড়ে অবৈধ টোটো রিকশার দৌরাত্ম্য। প্রশাসনকে বলেও কোনও সুরাহা হচ্ছে না। শেষমেশ দুর্গাপুর টাউন সার্ভিস বাস ও অটোরিকশা অনির্দিষ্টকালের জন্য যাত্রী পরিষেবা বন্ধ করে দেয়। সপ্তাহের প্রথম দিন যাত্রী পরিবহন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন পড়ুয়া সহ যাত্রীরা। বাস ও অটোরিকশা ইউনিয়নের অভিযোগ, বাস ও অটোর রুটে টোটো রিকশা চলাচলের কারণে যাত্রী মিলছে না। বাস ও অটোয় যাত্রী না থাকায় বন্ধ হচ্ছে রোজগার। টোটোর দৌরাত্ম্য নিয়ে প্রশাসনকে একাধিক বার অভিযোগ জানালেও রাশ টানছে না প্রশাসন।
advertisement
advertisement
ইউনিয়নের দাবি, অবিলম্বে টোটোর দৌরাত্ম্য কমাতে হবে। তা না হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বাস ও অটো পরিষেবা।দুর্গাপুর সাবডিভিশন মিনিবাস অপারেটর অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর শহর থেকে গ্রামগঞ্জে মিনিবাস পরিষেবা বহু বছর ধরে চলে আসছে। ২২০ টি মিনিবাস বর্তমানে যাত্রী পরিষেবা দিচ্ছে। অটো ও টোটোর দৌরাত্ম্যে বেশ কিছু মিনিবাস রুটে চলা বন্ধ হয়ে গিয়েছে।
advertisement
এই মিনি বাস শিল্পের সঙ্গে বাস মালিক সহ প্রায় পাঁচ হাজার কর্মী যুক্ত আছে। টোটোর দৌরাত্ম্যে বাসের আয় কমে গিয়েছে। রুটিরুজিতে টান পড়েছে। প্রায় ১০ বছর ধরে টোটো রিকশা নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ।দুর্গাপুর সিএনজি অটোরিকশা অপারেটার ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে, প্রান্তিক অটো স্ট্যান্ডে ৬০ টি অটো আছে। কিন্তু হাজার হাজার টোটো রিকশার চাপে পড়ে অটোর যাত্রী মিলছে না।
advertisement
অভিযোগ, অটো চালানোর জন্য সবরকম ট্যাক্স সরকারকে দেওয়া হচ্ছে। কিন্তু অবৈধ টোটো রিকশা কোনও রকম ট্যাক্স না দিয়েও দেদার চলছে। বাস ও অটোর যাত্রী মিলছে না। স্বাভাবিকভাবেই বাস ও অটোর মালিক সহ চালকরা ক্ষুব্ধ। আর হঠাৎই বাস ও অটো পরিষেবা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এর আগেও বাস ইউনিয়নের পক্ষ থেকে অটো ও টোটো রিকশার দৌরাত্ম্য নিয়ে সরব হয়েছে।
advertisement
যাত্রী দুর্ভোগের শিকার হয়েছেন। তবে এবার বাস ও অটো ইউনিয়ন একত্রিত হয়ে পরিষেবা বন্ধ করায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছেন যাত্রীরা।এখন প্রশ্ন, বাস, অটো ও টোটোর দ্বন্দ্বে এবার কী ভাবে ঘুচবে যাত্রী দুর্ভোগ। প্রশাসন এখনও কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 9:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto News: অবৈধ টোটোই যত নষ্টের গোড়া! জোট বাঁধল অটো এবং বাস ইউনিয়ন, বিরাট সিদ্ধান্তে মাথায় হাত টোটোচালকদের
