Bankura News: স্বর্গ কেমন দেখতে চান? স্বর্গীয় অভিজ্ঞতা পেতে হলে যেতে হবে এখানে, গেলে আর ফিরতে চাইবেন না

Last Updated:

Bankura News: জগদ্ধাত্রী পুজোয় চমক ছাতনা চন্ডীদাসপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির। স্বর্গ কেমন? এই প্রশ্ন ওঠে মানুষের মনে বার বার! তবে সেই স্বর্গীয় অভিজ্ঞতা পেতেই এমন থিম ভাবনা।

+
শুশুনিয়া

শুশুনিয়া পাহাড় 

ছাতনা, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ছাতনা’য় স্বর্গপুরী! চন্দননগরের লাইট। তিরুপতি মন্দিরের দরজা। মহিষাসুরমর্দিনী অডিও ভিসুয়াল শো। জগদ্ধাত্রী পুজোয় চমক ছাতনা চন্ডীদাসপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির। স্বর্গ কেমন? এই প্রশ্ন ওঠে মানুষের মনে বার বার! তবে সেই স্বর্গীয় অভিজ্ঞতা পেতেই এমন থিম ভাবনা। তবে বলাই বাহুল্য যে বাঁকুড়ার ছাতনা ব্লকে জগদ্ধাত্রী পুজো পালন করা হয়, এক অন্য উদ্যম নিয়ে। বছরভর অপেক্ষার পর ছাতনার মানুষ মন ফুলে আনন্দ করেন।
বাঁকুড়া জেলার ছাতনার পরিচিতি হল মা বাসুলীর মন্দির, শুশুনিয়া পাহাড়, বড়ু চন্ডীদাস এবং ছাতনার পেড়া। বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় হাস্য রসাত্মক সিনেমা ‘আশিতে আশিওনা’ এর শুটিং হয়, ছাতনার শুশুনিয়া পাহাড়ে। অর্থাৎ ছাতনার সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু ইতিহাস। এখানকার মানুষ আনন্দ প্রিয়। প্রতিবছর বড় করে হয় জগদ্ধাত্রী পুজো। সেই কারণে দশ লক্ষ টাকা বাজেট রেখে করা হচ্ছে পুজো।
advertisement
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! আগামী ৮০ দিন সবচেয়ে ভয়ঙ্কর, বাবা ভাঙ্গার হাড়হিম ভবিষ্যদ্বাণী মিললেই…, ২০২৬ সালে কী অপেক্ষা করছে?
দুর্গাপুজো যেমন বিরাট ভাবে পালিত হয় ঠিক সেই রকম সমারোহর সঙ্গে জগদ্ধাত্রী পুজো করা হয় সামন্তভুম ছাতনায়। ছাতনা ব্লক ছাড়াও বাঁকুড়া এবং দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়। পুজো কমিটির সদস্যরা জানান, ‘অনুষ্ঠানের পাশাপাশি, চলবে লাইভ অ্যাকশন মহিষাসুরমর্দিনী। এই বছর পুজোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জিনিস হতে চলেছে মহিষাসুরমর্দিনী।’
advertisement
advertisement
আরও পড়ুন- অক্টোবরেই লাগবে ‘লটারি’…! কার্তিক মাসে বাড়িতে আনুন এই ২ গাছ, চুম্বকের মতো ঘরে ঢুকবে টাকা, রাতারাতি হবেন ‘কোটিপতি’
প্রতিবছরের মত এই বছরও অভিনব মণ্ডপ সজ্জার মাধ্যমে চমক দিতে চলেছে এই পুজো কমিটি। হাতে গোনা মাত্র ক’টা দিন তারপরই জগদ্ধাত্রী পুজো। ছাতনার এই মণ্ডপ তৈরি হচ্ছে স্বর্গপুরীর আদলে। স্বর্গপুরীর মধ্যে থাকবেন মা জগদ্ধাত্রী। দুর্গাপুজোর থেকে বেশি ক্রেজ থাকে জগদ্ধাত্রী পুজোয় বাঁকুড়ার ছাতনায়, অপেক্ষার অবসান হবে আর কিছুদিনের মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: স্বর্গ কেমন দেখতে চান? স্বর্গীয় অভিজ্ঞতা পেতে হলে যেতে হবে এখানে, গেলে আর ফিরতে চাইবেন না
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement