Howrah News: শিশুদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ ভারত সেবাশ্রম সঙ্ঘে
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সাপ্তাহিক স্কুল চালু করল পাঁচলার ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দ চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার।
হাওড়া: শিশুদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে বিশেষ উদ্যোগী ভারত সেবাশ্রম সঙ্ঘ। শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সাপ্তাহিক স্কুল চালু করল হাওড়ার পাঁচলার ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দ চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার ।
শিশুদের শারীরিক বিকাশ মানে তাদের শরীরের বৃদ্ধি এবং গঠন, যেমন – অঙ্গপ্রত্যঙ্গ, পেশী, এবং স্নায়ু-তন্ত্রের উন্নতি । অন্যদিকে, মানসিক বিকাশ হল আবেগ, সামাজিকতা, এবং চিন্তাভাবনার ক্ষমতা বৃদ্ধি ।বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দ চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের জন্য সাপ্তাহিক স্কুল শিশুর সার্বিক বিকাশের চেষ্টা করছে ।
advertisement
advertisement
বাচ্চাদের নৈতিক গুণ বিকাশের জন্য বাচ্চাদের হোলিস্টিক ডেভেলপমেন্ট যেমন একটি শিশুর শারীরিক, মানসিক, সামাজিক বিকাশে ঘাটতি দেখা দিচ্ছে । তারা যখন বড় হচ্ছে তখন দেখা যাচ্ছে তাদের মানসিক গুণগুলোর বিকাশ ঠিকমতো ঘটছে না । মূল্যবোধের শিক্ষা, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি যোগব্যায়াম মেডিটেশন,খেলাধুলার মতো বিভিন্ন বিষয়কে সামনে রেখে এখানে শিশুদের শারীরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । অন্যদিকে মানসিক বিকাশের জন্য মূল্যবোধের শিক্ষা,ভালো অভ্যাস তৈরীর শিক্ষা দেওয়া হচ্ছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
শিশুকাল থেকে একজন সুস্থ নাগরিক গড়ে ওঠার শিক্ষা দেওয়া খুব জরুরি । শিশুদের সামাজিক দক্ষতা বিকাশে শারীরিক শিক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । দলগত খেলাধুলায় অংশগ্রহণ এবং শারীরিক কার্যকলাপে অংশগ্রহণের মাধ্যমে, শিশুরা দলগত কাজের মূল্য শেখে এবং তাদের মধ্যে পরিচয় এবং আত্মীয়তার অনুভূতি অর্জন করে। সামাজিক আচরণ প্রদর্শনকারী শারীরিক শিক্ষা শিক্ষকরা এমন একটি পরিবেশ তৈরি করেন যেখানে শিশুরা প্রয়োজনীয় সামাজিক এবং যোগাযোগ দক্ষতা শিখে, যা তাদের অন্যদের সাথে সঠিকভাবে গড়ে উঠতে সাহায্য করে ।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: শিশুদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ ভারত সেবাশ্রম সঙ্ঘে