Tarapith: কালীপুজো নয়, তারাপীঠের মেগা উৎসব কোনটি জানেন? ফি বছর নভেম্বরে হয় 'সেই' উৎসব? জানুন

Last Updated:
Tarapith: তারাপীঠের মেগা উৎসব এখনও বাকি রয়েছে! আর মাত্র এক মাস পরেই শুরু হবে সেই মেগা উৎসব। আপনি এবার ভাবছেন হয়তো কী উৎসব আবার বাকি? জানুন...
1/5
*বীরভূম, সৌভিক রায়: কৌশিকী আমাবস্যা থেকে শুরু করে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো এমনকি কালী পুজো শেষ। তবে আপনি কী জানেন বীরভূমের মধ্যে অবস্থিত অন্যতম সিদ্ধপীঠ তন্ত্রপীঠ তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব এখনও বাকি রয়েছে! আর মাত্র এক মাস পরেই শুরু হবে সেই মেগা উৎসব। আপনি এবার ভাবছেন হয়তো কী উৎসব আবার বাকি রয়েছে?
*বীরভূম, সৌভিক রায়: কৌশিকী আমাবস্যা থেকে শুরু করে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো এমনকি কালী পুজো শেষ। তবে আপনি কী জানেন বীরভূমের মধ্যে অবস্থিত অন্যতম সিদ্ধপীঠ তন্ত্রপীঠ তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব এখনও বাকি রয়েছে! আর মাত্র এক মাস পরেই শুরু হবে সেই মেগা উৎসব। আপনি এবার ভাবছেন হয়তো কী উৎসব আবার বাকি রয়েছে?
advertisement
2/5
*মূলত সাধক বামাক্ষ্যাপার সিদ্ধপীঠ তারাপীঠ এলাকা চত্বরে কোনও দেবী মূর্তির পুজোর প্রচলন নেই আর সেই কারণেই মা তারাকে দুর্গাপুজোর সময় দুর্গা রূপে, কালীপুজোর সময় কালী রূপে, লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী রূপে এবং সরস্বতী পুজোর সময় সরস্বতী রূপে পুজো করা হয়। কারণ বিশ্বাস সব দেবদেবীর উর্ধ্বে মা তারা আর সেই কারণেই মা তারা-কে বিভিন্ন পুজোর সময় বিভিন্ন রূপে পুজো করা হয়।
*মূলত সাধক বামাক্ষ্যাপার সিদ্ধপীঠ তারাপীঠ এলাকা চত্বরে কোনও দেবী মূর্তির পুজোর প্রচলন নেই আর সেই কারণেই মা তারাকে দুর্গাপুজোর সময় দুর্গা রূপে, কালীপুজোর সময় কালী রূপে, লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী রূপে এবং সরস্বতী পুজোর সময় সরস্বতী রূপে পুজো করা হয়। কারণ বিশ্বাস সব দেবদেবীর উর্ধ্বে মা তারা আর সেই কারণেই মা তারা-কে বিভিন্ন পুজোর সময় বিভিন্ন রূপে পুজো করা হয়।
advertisement
3/5
*যেহেতু তারাপীঠে কোন দেবীর মূর্তি পুজোর প্রচলন নেই সেই কারণেই তারাপীঠের সবচেয়ে বড় উৎসব নবান্ন উৎসব। তবে কী এই নবান্ন উৎসব! এই বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত গুরুসরণ বন্দ্যোপাধ্যায় জানান
*যেহেতু তারাপীঠে কোন দেবীর মূর্তি পুজোর প্রচলন নেই সেই কারণেই তারাপীঠের সবচেয়ে বড় উৎসব নবান্ন উৎসব। তবে কী এই নবান্ন উৎসব! এই বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত গুরুসরণ বন্দ্যোপাধ্যায় জানান "নবান্ন” অর্থ হল “নতুন অন্ন” বা “নব অন্ন”। নবান্ন উৎসব হল কার্তিক মাসে নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে অগ্রহায়ণ মাসে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। বাঙালির ধর্ম, সংস্কৃতি, কৃষি এবং আনন্দের অনন্য মেলবন্ধন হল নবান্ন ব্রত উৎসব।
advertisement
4/5
*যদিও তারাপীঠে নবান্ন উৎসব পালিত হয় অগ্রহায়ণ মাসে। মোট চার থেকে পাঁচ দিন ধরে তারাপীঠে চলে নবান্ন উৎসব। তারাপীঠের বিভিন্ন জায়গায় প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করে কার্তিক ঠাকুরের পুজো হয়। নতুনত্ব আলোকসজ্জা থেকে শুরু করে প্যান্ডেল সজ্জায় সাজিয়ে তোলা হয় গোটা তারাপীঠ চত্বর। দূরদূরান্ত থেকে বহু পর্যটক এই নবান্ন উৎসব দেখার জন্য তারাপীঠ ছুটে আসেন।
*যদিও তারাপীঠে নবান্ন উৎসব পালিত হয় অগ্রহায়ণ মাসে। মোট চার থেকে পাঁচ দিন ধরে তারাপীঠে চলে নবান্ন উৎসব। তারাপীঠের বিভিন্ন জায়গায় প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করে কার্তিক ঠাকুরের পুজো হয়। নতুনত্ব আলোকসজ্জা থেকে শুরু করে প্যান্ডেল সজ্জায় সাজিয়ে তোলা হয় গোটা তারাপীঠ চত্বর। দূরদূরান্ত থেকে বহু পর্যটক এই নবান্ন উৎসব দেখার জন্য তারাপীঠ ছুটে আসেন।
advertisement
5/5
*তবে কবে হচ্ছে এই নবান্ন উৎসব তারাপীঠে! সামনের মাসের অর্থাৎ নভেম্বরের ২২ তারিখ শনিবার শুরু হচ্ছে তারাপীঠের নবান্ন উৎসব। যা বাংলার ক্যালেন্ডার অনুযায়ী অগ্রহায়ণ মাসের ৫ তারিখ। চার থেকে পাঁচ দিন ধরে সাড়ম্বরের সঙ্গে পালিত হবে এই উৎসব। তাই এবার আপনি যদি বীরভূমের তারাপীঠ পুজো দেওয়ার জন্য আসতে চান তাহলে ঠিক এই তারিখেই ট্রেনের টিকিট কেটে ফেলুন। তারাপীঠ মা তারার মন্দির দর্শনের পাশাপাশি তারাপীঠের সবচেয়ে বড় এই উৎসব দেখা হয়ে যাবে আপনার।
*তবে কবে হচ্ছে এই নবান্ন উৎসব তারাপীঠে! সামনের মাসের অর্থাৎ নভেম্বরের ২২ তারিখ শনিবার শুরু হচ্ছে তারাপীঠের নবান্ন উৎসব। যা বাংলার ক্যালেন্ডার অনুযায়ী অগ্রহায়ণ মাসের ৫ তারিখ। চার থেকে পাঁচ দিন ধরে সাড়ম্বরের সঙ্গে পালিত হবে এই উৎসব। তাই এবার আপনি যদি বীরভূমের তারাপীঠ পুজো দেওয়ার জন্য আসতে চান তাহলে ঠিক এই তারিখেই ট্রেনের টিকিট কেটে ফেলুন। তারাপীঠ মা তারার মন্দির দর্শনের পাশাপাশি তারাপীঠের সবচেয়ে বড় এই উৎসব দেখা হয়ে যাবে আপনার।
advertisement
advertisement
advertisement