Maldah Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড! রাস্তার উপর দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি, কীভাবে লাগল আগুন? কারণ জানলে শিউরে উঠবেন
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
Maldah Fire: বৃহস্পতিবার দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদহের ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাস এলাকায়। জানা গিয়েছে, এদিন দুপুরে কাজের সাইট থেকে ফেরার পথে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি গাড়িতে আগুন লাগে। গাড়িতে ছিলেন ১২ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের একজন উপদেষ্টা।
advertisement
বৃহস্পতিবার দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদহের ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাস এলাকায়। জানা গিয়েছে, এদিন দুপুরে কাজের সাইট থেকে ফেরার পথে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি গাড়িতে আগুন লাগে। গাড়িতে ছিলেন ১২ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের একজন উপদেষ্টা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
ঘটনায় গাড়িতে থাকা একজন প্রত্যক্ষদর্শী সীমন্ত হালদার জানান, "দক্ষিণ দিনাজপুরের ইটাহারে কাজের সাইট থেকে একটি চার চাকা গাড়িতে করে মালদহের অফিসে ফিরছিলেন তারা। সেই গাড়িতে ছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক-সহ মোট তিনজন। ফেরার পথে পুরাতন মালদহের বাইপাস এলাকায় তাঁদের গাড়িতে ধোঁয়া ওঠে। সেই সময় তড়িঘড়ি গাড়ি থেকে বেরিয়ে অল্পের জন্য রক্ষা পান গাড়িতে থাকা আধিকারিক-সহ এক কর্মী ও চালক।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের পেট্রোলিং টিম। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ওই চার চাকা গাড়ির ইঞ্জিনের শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। যদিও আগুনের আসল রহস্য জানতে পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে দমকল ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। (ছবি ও তথ্য: জিএম মোমিন)








