'আমি একে চাই না... ' স্বামীর অনুপস্থিতিতে ৭ বছরের 'অবৈধ' সম্পর্ক, শ্বশুরবাড়িতে প্রেমিক আসতেই যা করে বসলেন গৃহবধূ!

Last Updated:
Extra Marrital Relation: সকালটা ছিল অন্য দিনের মতোই সাধারণ। গাদং সাতভেন্ডি গ্রামের মানুষজন তখনও ঘরোয়া কাজে ব্যস্ত। হঠাৎই গ্রামে শুরু হয় ফিসফাস “প্রেমিকাকে বিয়ে করতে এসেছে প্রেমিক!” মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পাড়ায়।
1/8
স্বামীর অনুপস্থিতিতে সাত বছরের সম্পর্ক! প্রেমিকার শ্বশুরবাড়িতে রয়েছে গোপনে যাতায়াত। প্রেমিক বিয়ের কথা বলতেই পাল্টি গৃহবধূর। আমি একে চাই না... সাফ জানাল প্রেমিকা! কাকে চান তা হলে? ঘটনায় তীব্র চাঞ্চল্য জলপাইগুড়িতে।
স্বামীর অনুপস্থিতিতে সাত বছরের সম্পর্ক! প্রেমিকার শ্বশুরবাড়িতে রয়েছে গোপনে যাতায়াত। প্রেমিক বিয়ের কথা বলতেই পাল্টি গৃহবধূর। আমি একে চাই না... সাফ জানাল প্রেমিকা! কাকে চান তা হলে? ঘটনায় তীব্র চাঞ্চল্য জলপাইগুড়িতে।
advertisement
2/8
সকালটা ছিল অন্য দিনের মতোই সাধারণ। গাদং সাতভেন্ডি গ্রামের মানুষজন তখনও ঘরোয়া কাজে ব্যস্ত। হঠাৎই গ্রামে শুরু হয় ফিসফাস “প্রেমিকাকে বিয়ে করতে এসেছে প্রেমিক!” মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পাড়ায়।
সকালটা ছিল অন্য দিনের মতোই সাধারণ। গাদং সাতভেন্ডি গ্রামের মানুষজন তখনও ঘরোয়া কাজে ব্যস্ত। হঠাৎই গ্রামে শুরু হয় ফিসফাস “প্রেমিকাকে বিয়ে করতে এসেছে প্রেমিক!” মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পাড়ায়।
advertisement
3/8
জানা গিয়েছে জঙ্গলবাড়ি এলাকার এক যুবক আচমকাই এসে দাঁড়ায় এক গৃহবধূর শ্বশুরবাড়ির সামনে। তাঁর মুখে একটাই দাবি—“ওই মহিলাই আমার প্রেমিকা, আমি তাঁকে বিয়ে করতে এসেছি। আমি ওকে ভালবাসি।”
জানা গিয়েছে জঙ্গলবাড়ি এলাকার এক যুবক আচমকাই এসে দাঁড়ায় এক গৃহবধূর শ্বশুরবাড়ির সামনে। তাঁর মুখে একটাই দাবি—“ওই মহিলাই আমার প্রেমিকা, আমি তাঁকে বিয়ে করতে এসেছি। আমি ওকে ভালবাসি।”
advertisement
4/8
মুহূর্তে ভিড় জমে যায় আশপাশে। কেউ জানালা দিয়ে উঁকি দিচ্ছেন, কেউ আবার মোবাইলে ভিডিও তুলছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর ধরে ওই যুবক ও গৃহবধূর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গৃহবধূর বিয়ের পরও নাকি গোপনে তাঁদের দেখা-সাক্ষাৎ চলত, যুবক নাকি আসতেন বাড়িতেও।
মুহূর্তে ভিড় জমে যায় আশপাশে। কেউ জানালা দিয়ে উঁকি দিচ্ছেন, কেউ আবার মোবাইলে ভিডিও তুলছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর ধরে ওই যুবক ও গৃহবধূর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গৃহবধূর বিয়ের পরও নাকি গোপনে তাঁদের দেখা-সাক্ষাৎ চলত, যুবক নাকি আসতেন বাড়িতেও।
advertisement
5/8
কিন্তু সম্প্রতি যুবক পালিয়ে বিয়ে করার প্রস্তাব দিতেই হয় উলট পুরান! গৃহবধূ প্রস্তাবে নারাজ। এরপর থেকেই ঘটে সম্পর্কের অবনতি। সেই ক্ষোভেই নাকি এদিন সকালে প্রেমিকার বাড়িতে এসে ‘ভালবাসার দাবিতে’ সরব হন ওই যুবক।
কিন্তু সম্প্রতি যুবক পালিয়ে বিয়ে করার প্রস্তাব দিতেই হয় উলট পুরান! গৃহবধূ প্রস্তাবে নারাজ। এরপর থেকেই ঘটে সম্পর্কের অবনতি। সেই ক্ষোভেই নাকি এদিন সকালে প্রেমিকার বাড়িতে এসে ‘ভালবাসার দাবিতে’ সরব হন ওই যুবক।
advertisement
6/8
এদিকে গৃহবধূ সাফ জানিয়েছেন,
এদিকে গৃহবধূ সাফ জানিয়েছেন, "আমি একে চাই না, আমি আমার স্বামীকে চাই। ওর সঙ্গেই সংসার করব! ওদিকে গৃহবধূর স্বামী বলেন, অনেকদিন থেকে ওই যুবকের সঙ্গে আমার স্ত্রীর পরকীয়া সম্পর্ক। এই নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকত। যুবককেও আমি সাবধান করে দিয়েছিলাম। কিন্তু শোনেনি।"
advertisement
7/8
দুই সন্তানের কথা ভেবে তিনি তাঁর স্ত্রীকে ছাড়বেন না বলেও সাফ জানিয়ে দেন ওই গৃহবধূর স্বামী। ঘটনাটি মোটেই সহজভাবে নেয়নি গৃহবধূর পরিবার। মুহূর্তে খবর যায় ধূপগুড়ি থানায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে প্রেমিক যুবক ও প্রেমিকা গৃহবধূকে থানায় নিয়ে যায়।
দুই সন্তানের কথা ভেবে তিনি তাঁর স্ত্রীকে ছাড়বেন না বলেও সাফ জানিয়ে দেন ওই গৃহবধূর স্বামী। ঘটনাটি মোটেই সহজভাবে নেয়নি গৃহবধূর পরিবার। মুহূর্তে খবর যায় ধূপগুড়ি থানায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে প্রেমিক যুবক ও প্রেমিকা গৃহবধূকে থানায় নিয়ে যায়।
advertisement
8/8
গোটা ঘটনায় গ্রামের মানুষ এখনও বিস্মিত। কেউ বলছেন, “ভালবাসা এমনও হতে পারে?” আবার কেউ বলছেন, “এ তো একতরফা আসক্তি, প্রেম নয়।” ঘটনাটি ঘিরে এখন গাদং সাতভেন্ডি ও পার্শ্ববর্তী এলাকায় তুমুল আলোচনা।সুরজিৎ দে
গোটা ঘটনায় গ্রামের মানুষ এখনও বিস্মিত। কেউ বলছেন, “ভালবাসা এমনও হতে পারে?” আবার কেউ বলছেন, “এ তো একতরফা আসক্তি, প্রেম নয়।” ঘটনাটি ঘিরে এখন গাদং সাতভেন্ডি ও পার্শ্ববর্তী এলাকায় তুমুল আলোচনা।সুরজিৎ দে
advertisement
advertisement
advertisement