হাওয়া অফিসের লাল সর্তকতা, ঘুম উড়েছে চিন্তায়! ভাগীরথী কি গিলে খাবে এলাকা?
- Published by:
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
লাগাতার প্রবল বর্ষণে ক্রমশই জল বাড়ছে ভাগীরথী নদীতে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের জেরে নদীর জলধারা বেড়ে ওঠায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা
নদিয়া: লাগাতার প্রবল বর্ষণে ক্রমশই জল বাড়ছে ভাগীরথী নদীতে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের জেরে নদীর জলধারা বেড়ে ওঠায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদিয়া জেলার শান্তিপুর সহ একাধিক ভাগীরথী তীরবর্তী এলাকার মানুষ। হাওয়া অফিসের তরফে জারি হয়েছে লাল সর্তকতা, যার ফলে উদ্বেগ আরও বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।
ভাগীরথীর জলস্তর বৃদ্ধির পেছনে অন্যতম কারণ আশেপাশের উঁচু এলাকার বৃষ্টির জল ধেয়ে এসে সরাসরি নদীতে নেমে যাওয়া। বিশেষ করে উত্তর ও দক্ষিণের কিছু অংশ থেকে প্রবল গতিতে জল নামতে থাকায় হঠাৎ করেই নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।
আরও পড়ুন : স্বামী অসুস্থ, ছুটিতে রাঁধুনি, নেই বিকল্প ব্যবস্থা! বন্ধ রোগীদের খাবার, চরম অব্যবস্থা রাজ্যের এই হাসপাতালে
এদিন সকালে শান্তিপুর শহরের নদীপাড় ও সংলগ্ন অঞ্চলে ঘুরে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ভীতিকর চিত্র। নদীর পাড় ঘেঁষে বসবাসকারী বহু মানুষ আশঙ্কা করছেন যে, বন্যা পরিস্থিতি তৈরি হলে তারা কোথায় যাবেন, কীভাবে জীবন-জীবিকা বাঁচাবেন—এই দুশ্চিন্তাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : বিশ্বাস, ঐতিহ্য এবং পরম্পরাকে পাথেয় করে ‘কালের বোধন’ থিম রানাঘাট চারের পল্লী দুর্গা উৎসবে
স্থানীয়দের একাংশ জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও স্থায়ী আশ্রয় শিবিরের কথা ঘোষণা করা হয়নি, যদিও নজরদারি চালানো হচ্ছে বলে জানা গেছে। তবে বৃষ্টি চলতে থাকলে এবং ভাগীরথীর জল আরও বাড়লে পরিস্থিতি যে খুব দ্রুত সংকটজনক হয়ে উঠতে পারে, তা বলাই বাহুল্য।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীর দাবি, আগাম সতর্কতা নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন, না হলে হঠাৎ বিপর্যয়ে প্রাণ ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 6:39 PM IST