স্বামী অসুস্থ, ছুটিতে রাঁধুনি, নেই বিকল্প ব্যবস্থা! বন্ধ রোগীদের খাবার, চরম অব্যবস্থা রাজ্যের এই হাসপাতালে

Last Updated:

ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের জন্য বরাদ্দ খাবার থেকে বঞ্চিত হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগীদের মিলছে না খাবার।

+
ফুলিয়া

ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

ফুলিয়া: ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের জন্য বরাদ্দ খাবার থেকে বঞ্চিত হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগীদের মিলছে না খাবার। সমস্যায় রোগী ও রোগীর পরিবার। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন।
আবারও ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে রোগীদের খাবার না দেওয়ার অভিযোগ। প্রায় ১২ থেকে ১৫ দিন ধরে বন্ধ রোগীদের খাবার সরবরাহ। চিকিৎসা করতে আসা বা চিকিৎসাধীন রোগীরা বড় সমস্যায় পড়ছে। ফুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের যিনি খাবারের দায়িত্বে রয়েছেন সোমা বসাক, তার বিরুদ্ধে খাবার না দেওয়ার অভিযোগ। রোগীর পরিবার থেকে রোগী এবং হাসপাতাল চত্বরে থাকা ব্যবসায়ী থেকে সাধারণ মানুষে অভিযোগ করছেন দীর্ঘদিন ধরেই বন্ধ রাখা হয়েছে খাবার পরিষেবা। যিনি খাবার পরিষেবার দায়িত্বে রয়েছেন তিনি হাসপাতালে থাকলেও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার দেওয়া হয় না।
advertisement
advertisement
এছাড়াও সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে খাবার বন্ধ রেখে সেই টাকা আত্মসাৎ করছে। মাঝেমধ্যে সকালের দিকে কেবল টিফিন দেওয়া হয়। রোগীদের জন্য বরাদ্দ যে খাবার সেই খাবার দুপুরে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ উঠছে। যদিও এই বিষয়ে নদিয়ার ওই হাসপাতালের খাবারের দায়িত্বে থাকা সোমা বসাকে জিজ্ঞেস করলে তিনি স্পষ্টত বলেন, তার স্বামী দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাই তার স্বামীকে নিয়ে চিকিৎসা করতে কৃষ্ণনগর হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন। আর এখানেই উঠেছে প্রশ্ন। তাহলে এই হাসপাতালের খাবার পরিষেবা বন্ধ থাকলেও এ বিষয়ে কেন নজরদারি করল না হাসপাতাল কর্তৃপক্ষ। যিনি খাবারের দায়িত্বে রয়েছেন শুধুমাত্র তার কারণেই রোগীদের জন্য বরাদ্দ খাবার থেকে বঞ্চিত হচ্ছেন চিকিৎসাধীন করতে আসা রোগীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও এ বিষয়ে হাসপাতালের দায়িত্বে থাকা ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র দুরাভাষে জানান, এই রান্নার কাজের সঙ্গে ক্লাসটার কমিটির পক্ষ থেকে রাঁধুনি রাখা হয়েছে। সেই রাঁধুনির স্বামীর এক্সিডেন্ট হওয়ার কারণে তিনি দু’দিন আসতে পারেনি। সে কারণে ক্লাসটারকে শোকজও করা হয়েছে। তবে সমস্যা মাত্র দুদিনের এদিন থেকে আবার স্বাভাবিক হয়ে গেছে।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বামী অসুস্থ, ছুটিতে রাঁধুনি, নেই বিকল্প ব্যবস্থা! বন্ধ রোগীদের খাবার, চরম অব্যবস্থা রাজ্যের এই হাসপাতালে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement