কলকাতার পাশেই এমন হাল...! ৩ মাস ধরে দ্বীপের মত কাটাচ্ছেন বাসিন্দারা, সবকিছুর মূলে কী জানেন? জানলে আপনিও অবাক হবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগ, তিন মাস ধরে কার্যত অবরুদ্ধ এলাকা দক্ষিণ কলকাতা মহানগরের একদম লাগোয়া এলাকা।
দক্ষিণ ২৪ পরগনা: গড়িয়ার ঢালুয়ায় বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগ, তিন মাস ধরে কার্যত অবরুদ্ধ এলাকা দক্ষিণ কলকাতা মহানগরের একদম লাগোয়া এলাকা। গড়িয়ার ঢালুয়ায় গত তিন মাস ধরে ভয়াবহ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকায় রাস্তাঘাট এতটাই বেহাল অবস্থায় রয়েছে যে, কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। টানা বর্ষায় রাস্তা ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। জমেছে জল, তার মধ্যেই মাটি নরম হয়ে গিয়ে রাস্তায় তৈরি হয়েছে কাদা। ফলে সাধারণ মানুষ তো দূরের কথা, এলাকাতে ঢুকতে পারছে না কোনও পরিষেবা প্রদানকারী গাড়িও। বন্ধ হয়ে গিয়েছে ময়লা ফেলার গাড়ি, পানীয় জল সরবরাহের গাড়ি, গ্যাস সিলিন্ডারের ডেলিভারির ভ্যান, এমনকি পুলকারও। ফলে স্কুলগামী ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যায়।
advertisement
আরও পড়ুন: ৯৬ থেকে শুরু, চলছে আজও! বর্ধমানের আজব সব গ্রাম, সবসময় আতঙ্কে থাকেন গ্রামবাসীরা! কেন জানেন
advertisement
দক্ষিণ ২৪ পরগনার ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তায় পড়ে গিয়ে চোট পাচ্ছে ছোটরা। কেউ অসুস্থ হলে হাসপাতালে পৌঁছনো হয়ে উঠছে কষ্টসাধ্য। বহুবার এলাকার কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলর কোনও গুরুত্ব দিচ্ছেন না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে বিষয়টি স্বীকার করেছেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান তিনি জানান, “একটানা বর্ষার কারণে রাস্তার কাজ শুরু করা যাচ্ছে না। তবে আবহাওয়া একটু স্বাভাবিক হলেই দ্রুত সংস্কারের কাজ শুরু হবে।” কিন্তু ততদিন? প্রশ্ন একটাই এভাবে আর কতদিন ঘরবন্দি থাকবে গড়িয়ার ঢালুয়ার মানুষ কবে মিলবে হাঁটার মত একটা রাস্তা প্রশাসনের হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 10:25 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতার পাশেই এমন হাল...! ৩ মাস ধরে দ্বীপের মত কাটাচ্ছেন বাসিন্দারা, সবকিছুর মূলে কী জানেন? জানলে আপনিও অবাক হবেন