Bengali Video: বজবজে হঠাৎ ফেরি সার্ভিস বন্ধ! কেন জানতে দেখুন ভিডিও

Last Updated:

হুগলি নদীতে হঠাৎ আসা বানের তোড়ে ভেঙে গিয়েছে বজবজের উল্টোদিকে থাকা বাউড়িয়া জেটিঘাট। বজবজেও উল্টে যায় একটি লঞ্চ

+
বন্ধ

বন্ধ ফেরী সার্ভিস 

দক্ষিণ ২৪ পরগনা: হঠাৎ ধেয়ে আসা বানে লন্ডভন্ড হয়ে যায় স্থায়ী ফেরিঘাট। আর তাই গত বেশ কয়েকদিন ধরে বন্ধ বজবজ-বাউড়িয়া ফেরি সার্ভিস বন্ধ। অথচ এখান দিয়ে প্রতিদিন বহু নিত্যযাত্রী নদী পেরিয়ে যাতায়াত করেন। বহু মানুষ পড়াশোনা এবং কাজের জন্য বজ বজ থেকে বাউড়িয়া যান এবং বাউড়িয়া থেকে বজবজে আসেন। এই কদিন তাঁরা প্রত্যেকেই ফেরিঘাটে এসে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
এখন প্রশ্ন হল, কবে খুলবে এই ফেরিঘাট? সূত্রের খবর, হুগলি নদীতে হঠাৎ আসা বানের তোড়ে ভেঙে গিয়েছে বজবজের উল্টোদিকে থাকা বাউড়িয়া জেটিঘাট। বজবজেও উল্টে যায় একটি লঞ্চ। যার পর‌ই বন্ধ করে দেওয়া হয় বজবজ-বাউড়িয়া ফেরি সার্ভিস। বজবজ-বাউড়িয়া ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের।
advertisement
advertisement
প্রত্যেকদিন বহু মানুষ কর্মসূত্রে নদী পারাপার করেন। ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণেই দুর্ভোগ আরও বেড়েছে নিত্যযাত্রীদের। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে লঞ্চঘাটে লাগানো হয়েছে নোটিশ, সেখানে অনির্দিষ্টকালের জন্য ফেরিসার্ভিস বন্ধের ঘোষণা করা হয়েছে। যদিও বজবজের ঝাউতলা ঘাট খোলা আছে। কিন্তু সেখানে ভুটভুটি চলাচল করে। ফলে প্রচুর পরিমাণে মানুষ একসঙ্গে পারাপার করতে পারছে না। তাছাড়া লঞ্চের মত ভুটভুটি অতটাও নিরাপদ নয়। কিন্তু উপায় না পেয়ে অনেকেই প্রাণের ঝুঁকি নিয়েই সেই ঝাউতলা ঘাট দিয়েই ভুটভুটি করে নদী পারাপার করছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নিত্য যাত্রীদের দাবি, দ্রুত এই ফেরিঘাট মেরামত করার পর সকলের জন্য এই ঘাট খুলে দিতে হবে। এই বিষয়ে ঘাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব মেরামতির পর এই জেটিঘাট খুলে দেওয়া হবে সকলের জন্য।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Video: বজবজে হঠাৎ ফেরি সার্ভিস বন্ধ! কেন জানতে দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement