Bengali News: জলবায়ুর উপর কৃষিকাজ কতখানি নির্ভরশীল? জানুন পুরোটা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়ে কৃষিকাজের উপর। তাই এর সঙ্গে তালমিল রেখেই করতে হবে চাসবাস
পুরুলিয়া: রুক্ষ লাল মাটির জেলা পুরুলিয়া। এই জেলার মাটিতে চাষাবাদ বিশেষভাবে হয় না বললেই চলে। এখানে বেশিরভাগ জমি এক ফসলি। কৃষি দফতর থেকে কৃষকদের সহযোগিতায় বারংবার বিকল্প চাষের রাস্তা দেখানো হয়ে থাকে। এই উদ্যোগে এবার এগিয়ে এল একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়ে কৃষিকাজের উপর। জলবায়ু পরিবর্তনের এই প্রভাবকে মানিয়ে নেওয়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ও সুস্থায়ী জীবন ও জীবিকার উদ্দেশ্যে তিন দিনব্যাপী কাশিপুর ব্লকের সোনাথলির লাড়া গ্রামে একটি কৃষক সম্মেলনের আয়োজন করা হয় স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই কৃষক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় ৩৫০ এর বেশি ক্ষুদ্র ও প্রান্তিক মহিলা কৃষক। এই বিষয়ে সংগঠনেষটির পক্ষ থেকে জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কৃষকেরা কীভাবে সুষ্ঠুভাবে চাষবাস করতে পারে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। এই মূল্যবান পরামর্শগুলি কৃষকদের সঠিকভাবে কৃষিকাজ করতে সহায়তার করবে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 8:22 PM IST