Women's Day Special: দু'চোখে দৃষ্টি নেই, তবু মনের জোরে সফল শিল্পী তিনি
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বাড়িতে অভাব। ছিটেবেড়ার বাড়িতে থেকে কোনওভাবে চলে দিন। ছোট থেকেই দু'চোখে দেখতে পান না। গান-বাজনার প্রতি শখ থাকায় মায়ের প্রচেষ্টায় গান শেখেন
পশ্চিম মেদিনীপুর: দৃষ্টি ক্ষমতা নেই দুই চোখে। ছোট থেকেই দুই চোখ জুড়ে শুধুই অন্ধকার। তবে গানে ভর করে দিব্যি দিন চলছে এই বধূর। গানকে ভালোবেসে শুরু জীবন। অন্ধের যষ্টির মত জীবনে হাজির হয় ভালোবাসার মানুষ। এখন এই দম্পতি লোকগীতি গেয়ে বেশ দিব্যি দিন চালাচ্ছেন। সংসারে অভাব থাকলেও দিব্যি হাসিমুখে দিন চলছে তাঁদের।
বাড়িতে অভাব। ছিটেবেড়ার বাড়িতে থেকে কোনওভাবে চলে দিন। ছোট থেকেই দু’চোখে দেখতে পান না। গান-বাজনার প্রতি শখ থাকায় মায়ের প্রচেষ্টায় গান শেখেন। প্রথমে সঙ্গীত জীবন শুরু করেন একজন রামায়ণ শিল্পী হিসেবে। তবে ধীরে ধীরে লোকসঙ্গীত, বাউল গীতি গাইতে থাকেন। বিভিন্ন বাউল দলেও গান করেছেন, এখনও করে চলেছেন। তিনি সোনালী অধিকারী। গান গাইতে গিয়ে গুরুর পরামর্শে বিয়ে করেন দলের অপর এক সদস্য ভানু মেইক্যাপকে। এরপর থেকেই দিব্যি সুখের সংসার তাঁদের।
advertisement
advertisement
ভানুবাবু গ্রামীণ দলে গান বাজনা করেন। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের শ্রীরামপুরে থাকেন তাঁরা। পেশাগতভাবে তিনি চালিয়ে রেখেছেন গ্রামীণ হোমিওপ্যাথি চিকিৎসা। অন্ধ জেনেও একে অপরের প্রতি ভালোলাগা, ভালোবাসা থেকে আজ সুখী দাম্পত্য জীবন। নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আজ স্বাচ্ছন্দেই দিন কাটছে তাঁদের।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
একে অপরের পরিপূরক হয়ে বেঁচে আছেন তাঁরা। স্বামী তাঁর কাজের পাশাপাশি বাড়িতে স্ত্রী সোনালীকে সাহায্য করেন। রান্না ঘরের কাজের পাশাপাশি অবসর সময়ে মাদুর বোনেন সোনালী। তাঁকে সাহায্য করে স্বামী ভানু। এখনও একটি বাউল দলে গান করেন সোনালী। বিভিন্ন ঘরোয়া কিংবা গ্রামীণ অনুষ্ঠানেও গান গাইতে যান। পেশাগত শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরেছেন দুচোখ অন্ধ এই গৃহবধূ। এভাবেই চলছে তাদের সংসার।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2024 8:12 PM IST







