Ayodhya Ram Mandir: রামমন্দির দেখবেন? মাত্র ১৪০০ টাকা খরচ করলে অযোধ্যায় যাওয়া-আসা, থাকা-খাওয়া সব ফ্রি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। সেই একটি আস্থা স্পেশাল ট্রেন শুক্রবার রাতে বীরভূমের রামপুরহাট থেকে রওনা দিল অযোধ্যার উদ্দেশ্যে
বীরভূম: রামলালা দর্শনে রামপুরহাট থেকে অযোধ্যার উদ্দেশ্যে ছুটল আস্থা স্পেশাল এক্সপ্রেস। গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় নবনির্মিত মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকেই বিভিন্ন জায়গা থেকে অযোধ্যার রাম মন্দিরে উপচে পড়তে শুরু করেছে রাম ভক্তদের ভিড়। সাধারণ মানুষ যাতে নামমাত্র খরচে অযোধ্যার রাম মন্দির দর্শন করতে পারে তার জন্য কেন্দ্রীয় সরকার চালু করেছে আস্থা স্পেশাল ট্রেন।
আরও পড়ুন: কাকলির সাংসদ তহবিলের টাকায় বারাসতে মাতৃসদন
দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। সেই একটি আস্থা স্পেশাল ট্রেন শুক্রবার রাতে বীরভূমের রামপুরহাট থেকে রওনা দিল অযোধ্যার উদ্দেশ্যে। ০০৩০৭-আস্থা স্পেশাল ট্রেনটিতে মোট ১৪৭৬ জন পুণ্যার্থী রামপুরহাট থেকে রওনা দেন অযোধ্যার উদ্দেশ্যে, এমনটাই জানিয়েছেন বিজেপির বীরভূম সংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আস্থা স্পেশাল ট্রেনে অযোধ্যার রাম মন্দির দর্শনে যাওয়ার জন্য টিকিটের দাম মাত্র ১৪০০ টাকা। এই খরচের মধ্যেই ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট, খাওয়া-দাওয়া, থাকার ব্যবস্থা, অযোধ্যার রাম মন্দির ছাড়াও সেখানকার বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর বন্দোবস্ত রাখা হয়েছে।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 6:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ayodhya Ram Mandir: রামমন্দির দেখবেন? মাত্র ১৪০০ টাকা খরচ করলে অযোধ্যায় যাওয়া-আসা, থাকা-খাওয়া সব ফ্রি