Bengali News: অনুমতি ছাড়াই স্কুলে বিয়ের অনুষ্ঠান, পড়ুয়াদের দিয়ে উচ্ছিষ্ট পরিষ্কার করালেন প্রধান শিক্ষক!

Last Updated:

সোমবার বেলা সাড়ে দশটার পর শিক্ষকদের উপস্থিতিতে এবং নির্দেশে জয়কৃষ্ণপুর-১ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দিয়ে পরিষ্কার করানো হল স্কুলের বারান্দা

+
title=

মুর্শিদাবাদ: স্কুল ক‌ই, এ তো বিয়ে বাড়ি! সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর-১ প্রাথমিক বিদ্যালয়ের ভেতরই ধুমধাম করে চলল বিয়ে বাড়ির অনুষ্ঠান। চলছে নাচ গান, ভাড়া করে আনা হয়েছে ডিজে বক্সও। স্কুল প্রাঙ্গণে রবিবার বিকেল থেকে শুরু করে মধ্যরাত্রি পর্যন্ত চলল ডিজে নাচ গান এবং বিয়ে বাড়ির মহাভোজ। শুধু তাই নয়, পরেরদিন সেই আবর্জনা পরিষ্কার করতে হল স্কুলের পড়ুয়াদের!
সোমবার বেলা সাড়ে দশটার পর শিক্ষকদের উপস্থিতিতে এবং নির্দেশে জয়কৃষ্ণপুর-১ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দিয়ে পরিষ্কার করানো হল স্কুলের বারান্দা। বিয়ে বাড়ির ভোজ খাওয়ার পর উচ্ছিষ্ট টিস্যু পেপার, জলের বোতল সবকিছুই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ছাত্র-ছাত্রীরা। ছাত্ররা নিজেরা পরিস্কার করে আবার আগের অবস্থায় স্কুলকে ফিরিয়ে আনল। যা জানাজানি ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্থানীয় সূত্রের খবর, এলাকার সুধীর ঘোষ নামে এক ব্যক্তির ছেলের বিয়ে উপলক্ষে খাওয়া-দাওয়ার অনুষ্ঠান আয়োজিত হয়েছিল ওই প্রাথমিক স্কুলে। যদিও স্কুলে প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁর অনুমতি না নিয়েই গোটা বিষয়টা করা হয়েছিল। কিন্তু কেন তিনি পড়ুয়াদের দিয়ে বিয়ে বাড়ির যাবতীয় উচ্ছিষ্ট পরিষ্কার করালেন তার জবাব দেননি ওই প্রধান শিক্ষক।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: অনুমতি ছাড়াই স্কুলে বিয়ের অনুষ্ঠান, পড়ুয়াদের দিয়ে উচ্ছিষ্ট পরিষ্কার করালেন প্রধান শিক্ষক!
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement