Local News: ৭ বছর আগে তৈরি সেতু এবার ব্যবহার করা যাবে, এত দেরি কেন জানেন?

Last Updated:

২০০৮ সালে কুলতলি বিধানসভার চুপড়িঝাড়া ও রায়দিঘি বিধানসভার পূর্বজটার সংযোগকারী এই সেতু নির্মাণের জন‍্য অনুমোদন দিয়েছিল সুন্দরবন উন্নয়ন পর্ষদ

+
ঢাকি

ঢাকি সেতু 

দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন পর জোরকদমে শুরু হয়েছে ঢাকি ব্রিজের অ্যাপ্রোচ রোড তৈরির কাজ। যার ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। দ্রুত এই কাজ শেষ হয়ে যাবে বলে মত প্রাশাসনিক কর্তাদের অ্যাপ্রোচ রোড না থাকায় সেতু তৈরির ৭ বছর পরও চালু করা যায়নি ঢাকির মুখের সেতুটিকে। যার ফলে অসুবিধায় পড়ছিলেন স্থানীয়রা। নতুন সেতু থাকা সত্ত্বেও এখানকার বাসিন্দাদের খেয়া পারাপার করতে হচ্ছিল।
২০০৮ সালে কুলতলি বিধানসভার চুপড়িঝাড়া ও রায়দিঘি বিধানসভার পূর্বজটার সংযোগকারী এই সেতু নির্মাণের জন‍্য অনুমোদন দিয়েছিল সুন্দরবন উন্নয়ন পর্ষদ। এরপরই সেতু নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু মাঝপথে ঠিকাদার সংস্থা কাজ বন্ধ করে দেওয়ায় বেশ কয়েকবছর সেতু নির্মাণের কাজ বন্ধ ছিল। ২০১৩ সালে আবারও কাজ শুরু হয়।আবারও সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে ১৬ কোটি টাকা মঞ্জুর করা হয়। জোরকদমে শুরু হয় এই কাজ। ২০১৭ সালের নভেম্বর মাসে সেতুর নির্মাণ শেষ হয়‌। কিন্তু তাতেও সমস্যা পুরোপুরি মেটেনি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অ্যাপ্রোচ রোড না তৈরি হওয়ায় সমস্যা থেকে গিয়েছিল। মূলত সেতুর দুই প্রান্তের জমির মালিকরা রাজি না হওয়ায় জমির অভাবে অ্যাপ্রোচ রোড তৈরি করা যাচ্ছিল না বলে জানা গিয়েছে। এর ফলে জমিজটে এই অ্যপ্রোচ রোড তৈরির কাজ আটকে ছিল। অবশেষে সেই সমস্যা দূর হতে চলেছে। এই সেতু চালু হলে উপকৃত হবেন চুপড়িঝাড়া, নলগোড়া, মনিরতট, কনকনদিঘি সহ একাধিক এলাকার কয়েক হাজার স্থানীয় বাসিন্দা। সেতু চালু হলে যোগাযোগ ব‍্যবস্থা আরও দ্রুততর হবে। অসুস্থ রোগী ও স্কুল ছাত্রছাত্রীরা আরও উপকৃত হবেন। সম্প্রতি অ্যাপ্রোচ রোডের জন্য জমিজটের সমস্যা মিটেছে। তারপর জোরকদমে শুরু হয়েছে অ্যপ্রোচ রোড তৈরির কাজ। ফলে খুশি সকলেই।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: ৭ বছর আগে তৈরি সেতু এবার ব্যবহার করা যাবে, এত দেরি কেন জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement