Bengali News: সাধারণের আঁকা ছবি ঠাঁই পাবে পর্যটন দফতরের গেস্ট হাউসে

Last Updated:

চন্দননগর চারুকলা প্রশিক্ষণ শিবিরে গত বছর ১৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত শিল্পকর্মের শিবির অনুষ্ঠিত হয়। সেই শিবিরে নামী শিল্পীরা নতুন শিল্পীদের তালিম দেন

+
চন্দননগরের

চন্দননগরের আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনী

হুগলি: চন্দননগর অবনীন্দ্র আর্ট গ্যালারিতে শুরু হয়েছে নতুন শিল্পীদের আঁকা ছবির প্রদর্শননী। মূলত শিল্পীদের উৎসাহিত করতে এই উদ্যোগ। তবে এই বারের উৎসাহ দ্বিগুণ হয়েছে, কারণ শিল্পীদের আঁকা ছবি টাঙানো থাকবে পর্যটন দফতরের গেস্ট হাউসের দেওয়ালে। রাজ্যে প্রথম এই ধরনের উদ্যোগে খুশি শিল্পী মহল।
চন্দননগর চারুকলা প্রশিক্ষণ শিবিরে গত বছর ১৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত শিল্পকর্মের শিবির অনুষ্ঠিত হয়। সেই শিবিরে নামী শিল্পীরা নতুন শিল্পীদের তালিম দেন। জল রং, ক্লে আর্ট, ভাস্কর্যের সুন্দর সুন্দর সৃষ্টি করেন অনামী সব শিল্পীরা। ছবিতে চন্দননগর স্ট্যান্ড, টাওয়ার ক্লক, গাছ, ফুল, প্রকৃতি, সরস্বতীর মত নানা রকম বিষয় উঠে আসে। সেই সব শিল্প কর্ম নিয়ে এক প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ইন্দ্রনীল সেন বলেন, রাজ্যের পর্যটন দফতরের যেখানে যেখানে গেস্ট হাউস আছে সেখানে এই শিল্পীদের ছবি টাঙানো থাকবে। ছবিতে শিল্পীদের নাম থাকবে। এতে রাজ্যের বহু মানুষের কাছে তাঁদের শিল্প কর্ম পৌঁছে যাবে। শিল্পী পারসতী পাড়ুই ও অর্পিতা দাস বলেন, খুব ভালো লাগছে আমাদের ছবি নিয়ে প্রদর্শনী হচ্ছে। শিবির হওয়ার পর এক বছর কেটে গেছে ছবিগুলোর কী হল তাই ভাবছিলাম। মন্ত্রী বললেন আমাদের মত নতুনদের ছবি পর্যটন দফতরের গেস্ট হাউসে থাকবে, গুরুত্ব পাবে ভাবতেই ভাল লাগছে। প্রদর্শনী চলবে ১০ মার্চ পর্যন্ত, দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: সাধারণের আঁকা ছবি ঠাঁই পাবে পর্যটন দফতরের গেস্ট হাউসে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement