Cricket News: মহিলা ক্রিকেটারের জন্মদিন পালন দেখে সকলে অবাক, দেখুন ভিডিও

Last Updated:

ঝুলন গোস্বামী, মিতালী রাজ, স্মৃতি মান্ধানা'দের মত অসামান্য মহিলা ক্রিকেটারদের হাত ধরে বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছে ভারত। মহিলা ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে চর্চা শুরু হয়েছে ট্রেন, বাস বা চায়ের আড্ডায়

+
ক্রিকেটার

ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জি 

হাওড়া: মহিলা ক্রিকেটারের জন্মদিন যেভাবে পালন করা হল তা দেখে অবাক সবাই। এই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। ফলে তা নিয়ে গলি থেকে রাজপথ সর্বত্র চর্চা হয়েই চলে। বর্তমানে ভারতীয় পুরুষ ক্রিকেট দলে পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে মহিলা ক্রিকেট দল’ও। তাদের সাফল্য এই জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ।
ঝুলন গোস্বামী, মিতালী রাজ, স্মৃতি মান্ধানা’দের মত অসামান্য মহিলা ক্রিকেটারদের হাত ধরে বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছে ভারত। মহিলা ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে চর্চা শুরু হয়েছে ট্রেন, বাস বা চায়ের আড্ডায়। সেই পথ অনুসরণ করেই উঠে এসেছেন বাংলার মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জি। নিজের খেলার পাশাপাশি নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি চালাচ্ছেন তিনি। খেলোয়াড় এবং প্রশিক্ষক হিসেবে ক্রিকেটের প্রতি প্রগাঢ় ভালবাসা আছে। একই সঙ্গে শিশুদের প্রতি তাঁর ভাললাগা অন্য মাত্রা পেয়েছে। নিজের জন্মদিনে একরাশ ফুলের মত শিশু’কে নিয়ে আনন্দে মেতে উঠলেন অনিন্দিতা।
advertisement
advertisement
ইটভাটা’র শ্রমিক পরিবারের শিশু ও দুঃস্থ মানুষদের মধ্যে কেক কেটে এবং মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি। নিজে হাতে তাদের খাবার পরিবেশন করে জন্মদিন পালন করেন। বর্তমানে জন্মদিন মানে একটু বিশেষভাবে কাটানো। কিন্তু সেই পথে না হেঁটে বাংলার এই মহিলা ক্রিকেটার সম্পূর্ণ অন্যভাবে নিজের জন্মদিন উদযাপন করেছেন। বাগনান-২ ব্লকের দেউলটি সংলগ্ন জাতীয় সড়কের পাশে একটি ইটভাটা পরিবারের শিশু ও দুঃস্থ মানুষদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই প্রসঙ্গে ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জি জানান, বাগনান বাডিং ক্রিকেট কোচিং সেন্টারে বর্তমানে ৪০ জন ছোট ছোট ছেলে-মেয়েদের ক্রিকেট কোচিং করান। এই বছর সেই তাদের সঙ্গেই নিজের জন্মদিনটা কাটালেন।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Cricket News: মহিলা ক্রিকেটারের জন্মদিন পালন দেখে সকলে অবাক, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement