Bengali News: বাবার মৃত্যুর শোকে নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত, মাকে নিয়ে ভাই-বোনের ২২ দিনের অনশন!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউতে একটি বাড়িতে কয়েকদিন আগে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী গগন বরণ মুখোপাধ্যায়ের। তারপর থেকে নিজেদের স্বেচ্ছায় গৃহবন্দী করে নেন বৃদ্ধের স্ত্রী শ্যামলী, ছেলে সৌরভ ও মেয়ে চুমকি মুখোপাধ্যায়
হুগলি: বাবার মৃত্যুর পর শোকে আশ্চর্য ঘটনা ঘটিয়ে বসল গোটা পরিবার। খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়ে সকলে অপেক্ষা করছিলেন মৃত্যুর। ফোন করে সেই কথা জানানও এক নিকট আত্মীয়কে। এরপরই বিষয়টি নিয়ে চাঞ্চল্য পড়ে যায়। শেষে দরজা ভেঙে মা, ছেলে ও মেয়েকে উদ্ধার করল পুরসভার আধিকারিকরা। উত্তরপাড়ার এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন: বাঁকুড়ার ইতিহাসে প্রথম, অবাক নজির যুবকের
স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউতে একটি বাড়িতে কয়েকদিন আগে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী গগন বরণ মুখোপাধ্যায়ের। তারপর থেকে নিজেদের স্বেচ্ছায় গৃহনন্দী করে নেন বৃদ্ধের স্ত্রী শ্যামলী, ছেলে সৌরভ ও মেয়ে চুমকি মুখোপাধ্যায়। বাবার মৃত্যুর পর থেকে খাওয়া-দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেন পরিবারের সদস্যরা। ২২ দিন ধরে না খেয়েই ছিলেন ওঁরা তিনজন।
advertisement
advertisement
সোমবার মুখোপাধ্যায় পরিবারের এক আত্মীয়ের থেকে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর উৎপলাদিত্য চট্টোপাধ্যায়, পুরপ্রধান দিলীপ যাদব পুলিশ নিয়ে ওই বাড়িতে যান। প্রয়াত গগন বরণ মুখোপাধ্যায়ের আত্মীয় বৈষ্ণব দাস মুখোপাধ্যায় জানান, গত ৪ ফেব্রুয়ারী শেষ কথা হয়েছিল ওদের সঙ্গে। গগনবাবুর পর মৃত্যু মেনে নিতে পারেনি তিনজন। তার জন্য এই অবস্থা হতে পারে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, কাউন্সিলরের থেকে খবর পেয়ে পুলিশ নিয়ে চলে আসি। পুলিশ এসে তালা ভেঙে তিনজনকে উদ্ধার করেছে। ওদের উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 4:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বাবার মৃত্যুর শোকে নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত, মাকে নিয়ে ভাই-বোনের ২২ দিনের অনশন!