Bengali News: বাঁকুড়ার ইতিহাসে প্রথম, অবাক নজির যুবকের

Last Updated:

প্রতাপবাগানের বাসিন্দা এই তরুণ শরীর চর্চার পাশাপাশি বিএড করছেন এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি ইন্ডিয়ান বডি বিল্ডার ফেডারেশনের তত্ত্বাবধানে সিনিয়র মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন এবার

+
শুভম

শুভম ভট্টাচার্য

বাঁকুড়া: বছর চব্বিশের যুবক শুভম ভট্টাচার্য। ২০১৭ সাল থেকে শরীর চর্চা করছেন। তবে গত দু’বছরে শরীর চর্চার কারণে তাঁর জীবনে এমন আমূল পরিবর্তন আসবে সেটা স্বপ্নেও ভাবেননি শুভম। বাঁকুড়ার এই যুবক এমন কাণ্ড করে বসেছেন যা জেলার ইতিহাসের পাতায় রয়ে যাবে বরাবরের মত।
বাঁধা ধরা ডায়েট, কঠিন পরিশ্রম করে বাঁকুড়ার নাম উজ্জ্বল করেছেন শুভম ভট্টাচার্য। বাঁকুড়া শহরের ১১ নম্বর ওয়ার্ডের উদীচী প্রতাপবাগানের বাসিন্দা এই তরুণ শরীর চর্চার পাশাপাশি বিএড করছেন এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি ইন্ডিয়ান বডি বিল্ডার ফেডারেশনের তত্ত্বাবধানে সিনিয়র মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন এবার।
advertisement
advertisement
রাজ্যে উপস্থিত ইন্ডিয়ান বডি বিল্ডার ফেডারেশনের প্রতিনিধিরা অপর একটি প্রতিযোগিতার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি টিম তৈরি করেছেন। এই দলে ১২ জন পুরুষ এবং দু’জন মহিলা রয়েছেন। সেখানেই বাঁকুড়া জেলা থেকে একমাত্র প্রতিনিধি শুভম ভট্টাচার্য।
রবীন্দ্রনাথ প্রামাণিকের প্রশিক্ষণে পশ্চিমবঙ্গের হয়ে জাতীয় প্রতিযোগিতায় খেলবেন শুভম। বাঁকুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করার পর, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ থেকে ইংরেজিতে অনার্স নিয়ে স্নাতক হন শুভম। এরপর বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াশোনা করেন। শরীর চর্চার পাশাপাশি একইভাবে পড়াশোনাও চালিয়ে গেছেন শুভম।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শুভম ভট্টাচার্যের বাবা বাঁকুড়ার ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠের শিক্ষক মনোজ ভট্টাচার্য জানান, শরীরচর্চার কারণে আমার ছেলে কখনই পড়াশোনায় অবহেলা করেনি। বরাবরই একজন ভাল ছাত্র ছিল। সাংস্কৃতিক চর্চাও করে শুভম। আমার মনে হয় সেই কারণেই শরীরচর্চার মধ্যেও শৈল্পিক ভাবনা নিয়ে আসতে পেরেছে ও। প্রতিযোগিতার আগের ২৪ ঘন্টা জল না খেয়ে থাকা থেকে শুরু করে, বাঁধা ধরা ক্যালরি মেপে ডায়েট। বাড়ির খাবার খেয়েই শরীরচর্চা করেছে সে, জানালেন শুভম ভট্টাচার্যের মা দিপালী ভট্টাচার্য। এছাড়াও তিনি জানান, সব সময় শুভমের পাশে থেকেছেন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বাঁকুড়ার ইতিহাসে প্রথম, অবাক নজির যুবকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement