Bengali News: তামার তার দিয়ে তৈরি হচ্ছে ছবি! দেখলে অবাক হবেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
মেলার মধ্যেই পাওয়া যাচ্ছে শুষ্ক তামার তার দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ছবি। হ্যাঁ ঠিকই পড়ছেন, তামার তার দিয়ে তৈরি হচ্ছে ছবি!
বীরভূম: হিন্দু ধর্মে তামা, সোনা, রুপো এই তিন ধাতু শুভ বলে গণ্য করা হয়। হিন্দু ধর্মের প্রায় সব পুজোতেই ধাতু তিনটির ব্যবহার লক্ষ্য করা যায়। তামাকে রবি গ্রহ অর্থাৎ সূর্যদেবের ধাতু হিসেবে মনে করেন অনেকে। এক সময় মানুষ তামার বহু গয়না পরত, যদিও বর্তমানে তার প্রচলন খুবই কমে গিয়েছে। তবে আজও নানান উপকারের জন্য অনেকে তোমার আংটি আঙুলে পরে থাকেন।
তামার তারেরও বহুবিধ ব্যাবহার রয়েছে। তামা হল বিদ্যুতের সবচেয়ে কার্যকর পরিবাহী। এটির ক্ষয় প্রতিরোধ ক্ষমতা, নমনীয়তাকে কাজে লাগিয়ে বিদ্যুতের বিভিন্ন ধরনের তার তৈরিতে ব্যবহার করা হয়। এগুলোর বাইরেও তামার তারের আরেক অন্য রকমের ব্যবহার আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর বোলপুর থেকে কিছু দূরে রয়েছে সোনাঝুরির হাট। সপ্তাহের শনি এবং রবিবার বড় হাট বসে এখানে। প্রায় ২০ বছর আগে শান্তিনিকেতনের পাশে বন দফতরের জমিতে এই হাট চালু হয়েছিল নিছকই কয়েকজন স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে। এখন সেই সোনাঝুরি হাটের কথা গোটা বিশ্ব জানে।
advertisement
advertisement
মানুষের ভিড়ের চাপে সাপ্তাহিক সোনাঝুরি হাট এখন রোজের হয়ে উঠেছে। সরকারিভাবে কিছু চালা তৈরি করা হয়েছে, রয়েছে নিরাপত্তার ব্যবস্থাও। তবে শান্তিনিকেতনকে এড়িয়ে পর্যটকদের শুধু এই হাট দেখা এবং ঘোরার প্রবণতা অবাক করে দিচ্ছে স্থানীয়দের। আর এই মেলার মধ্যেই পাওয়া যাচ্ছে শুষ্ক তামার তার দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ছবি। হ্যাঁ ঠিকই পড়ছেন, তামার তার দিয়ে তৈরি হচ্ছে ছবি!
advertisement
শিল্পী পার্থ মণ্ডল জানান, দীর্ঘ প্রায় ১৩ থেকে ১৪ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। একটি কাপড়ের মধ্যে প্রথমে পেন্সিল দিয়ে ছবি এঁকে সেই ছবির উপরে ছুঁচ এবং তামার তার দিয়ে সুন্দর করে বুনে ফেলছেন বিভিন্ন ধরনের ছবি। রবীন্দ্রনাথের ছবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছবি পাওয়া যায় তাঁর কাছে। আর সেটাও পুরো তামার তৈরি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এখানকার বিশেষ আকর্ষণ হল আপনার নিজের প্রিয়জনের কোনওছবি নিয়ে এই দোকানে এলেই সেই ছবি কাপড়ের মধ্যে পেন্সিল দিয়ে এঁকে তার ওপর সুন্দরভাবে তামার কারুকার্য করা হয়। ২২০ টাকা থেকে শুরু করে ৩০০, ৪০০, ৫০০ টাকা পর্যন্ত দাম রয়েছে প্রত্যেকটি জিনিসের। তবে দাম যেমনই হোক না কেন সোনাঝুরির হাটে গিয়ে এই জিনিসটি কিনে আপনার বাড়িতে নিয়ে এলে সেই জিনিসটি হতে পারে আপনার বাড়ির অন্যতম আকর্ষণ।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 1:37 PM IST