Kantha Stich In Italy: ইতালি থেকে আমন্ত্রণ পত্র পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতনে, অলিম্পিক্সে ইতালিতে প্রদর্শিত হবে বাংলার নকশিকাঁথার কাঁথাঘর

Last Updated:

বীরভূমের মহিলারা পৌঁছাবেন ইতালি শহরে,প্রদর্শনী হবে নকশিকাঁথা,খুশি বীরভূমবাসী 

+
নকশিকাঁথা

নকশিকাঁথা

বীরভূম: এবার খুশির খবর বোলপুর শান্তিনিকেতন এলাকা জুড়ে। উইন্টার অলিম্পিক্সে প্রদর্শনী হবে বোলপুর শান্তিনিকেতনের মহিলা শিল্পীদের তৈরি নকশি কাঁথা। ইতালির মিলান ও কটিনা শহরে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অলিম্পিক্স হতে চলেছে। মিলান শহরে প্রদর্শিত হবে শান্তিনিকেতনের মহিলাদের শিল্পকর্ম নকশিকাঁথার শাড়ি দিয়ে কাঁথাঘর প্রদর্শনী। গ্রাম বাংলার জীবন, লোকগীতি ও নকশিকাঁথার শিল্পে সেজে উঠেছিল রূপাই ও সাজুর প্রেম, পরিণয় ও বিচ্ছেদের কাহিনি ৷ পল্লি কবি জসিমউদ্দিনের কালজয়ী সেই আখ্যানকাব্য ‘নকশি কাঁথার মাঠ’ বাঙালির বড়ই আপন৷ তেমনই নকশিকাঁথায় নিজেদের জীবনগাথা ফুটিয়ে তুলেছেন লালমাটির জেলার মহিলারা।আনুমানিক প্রায় ১০৪ জন মহিলা শিল্পীর শৈল্পিক কারুকার্য প্রদর্শিত হবে বিদেশের মাটিতে। ইতিমধ্যেই শান্তিনিকেতনে তাঁর প্রস্তুতি তুঙ্গে।
রীতিমতো আপ্লুত ও আনন্দিত নকশি কাঁথা শিল্পীরা। প্রসঙ্গত, বেঙ্গল বিনালের সহযোগিতায় বিশ্বভারতীর কলাভবনের প্রাক্তনীদের উদ্যোগে ২০২৪ সালের ২৭ নভেম্বর আস্ত একটি নকশিকাঁথার বাড়ির প্রদর্শন হয়েছিল শান্তিনিকেতনে। আর সেই প্রদর্শনীটি জনপ্রিয় হওয়ায় এবার পাড়ি দিচ্ছে সূদুর ইতালিতে। শিল্পীরা বলেন, “আমরা কাঁথাস্টিচের কাজ করছি অনেক দিন ধরে। আমরা নিজেদের জীবনে না বলতে পারা গল্পগুলো শাড়িতে নকশা করে তুলে ধরবো এই ধারনা ছিল না। কিছুদিন ধরেই আমরা কাজ শিখেছি। এখন আমাদের কাজ বিদেশে যাচ্ছে, প্রদর্শনী হবে জেনেই খুশি হচ্ছেন সকলেই।”
advertisement
advertisement
নকশিকাঁথা মানেই আত্মকথন বর্ণনার শিল্পমাধ্যম। তা আবারও প্রমাণ করল শান্তিনিকেতনের মহিলা কাঁথাশিল্পীরা। আর তাঁদেরই জীবনের গল্পগুলো পাড়ি দেবে বিদেশের মাটিতে। যা নিয়ে আপ্লুত তাঁরাও। জানা যায়, প্রায় ২০০টি শাড়ি দিয়ে আস্ত একটি নকশিকাঁথা কাঁথাঘর প্রদর্শিত হবে ইতালির মিলান শহরে।
advertisement
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে শীতকালীন অলিম্পিকের আসর বসতে চলেছে ইতালিতে। তার আগেই মিলান শহরের পিএসি মিউজিয়ামে চলতি বছরের ২৫ নভেম্বর থেকে এই প্রদর্শনী চলবে অলিম্পিক পর্যন্ত। ইতিমধ্যেই ইতালি থেকে আমন্ত্রণ পত্র পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতনে। বিশ্বভারতীর কলাভবনের শিল্পী রবিউল খান ও ঋতুশ্রী মণ্ডল সহ বেশ কয়েকজন কাঁথা শিল্পী ইতালিতে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে। কাঁথা শিল্পীরা কেউ ফুটিয়ে তুলেছেন ছেলেবেলায় স্কুল থেকে ফেরার গল্প, কেউবা স্মৃতি কথা। কেউ আবার সংসারের জীবনের কাহিনী। যা শুধু শিল্পকর্মই নয়। এ এক অনন্য সাহিত্য।
advertisement
Souvik Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kantha Stich In Italy: ইতালি থেকে আমন্ত্রণ পত্র পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতনে, অলিম্পিক্সে ইতালিতে প্রদর্শিত হবে বাংলার নকশিকাঁথার কাঁথাঘর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement