Renowned School In Birbhum: জেলার এই স্কুলে লেখাপড়া করে দেশে-বিদেশে নাম করেছেন অনেক ছাত্র, সোনালি ইতিহাস জানলে চমকে যাবেন
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Renowned School In Birbhum: পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার পড়াশোনা করেছেন এই স্কুলে,রয়েছে আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা,জেনে নিন বিস্তারিত
বীরভূম: বীরভূমের মধ্যে অবস্থিত রামপুরহাট শহর। কমবেশি সকলের পরিচিত এই শহর। বিশেষ করে এইখান থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত সাধক বামদেবের অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দির। আর এই শহরেই রয়েছে এমন একটি স্কুল যে স্কুলের গল্প শুনলে আপনিও এক মুহূর্তের জন্য অবাক হয়ে যাবেন। এই রামপুরহাট শহর মূলত রেলের শহর। রেলপথের সংযোগের কারনেই একটি গঞ্জ ধীরে ধীরে শহরে পরিণত হয়েছে। এখানে লোকোমোটিভ ডিপো প্রতিষ্ঠা হয়। লোকোমোটিভ ডিপোকে কেন্দ্র করে এ্যাংলো ইন্ডিয়ান ইঞ্জিন ড্রাইভার, ফায়ারম্যান ইত্যাদি বিভিন্ন রেল কর্মচারী নিয়ে গড়ে ওঠে একটি সুন্দর কলোনি।
তারপর ব্যাবসায়ী এবং বিভিন্ন শ্রেনীর মানুষের আগমনের ফলে বৃদ্ধি পায় এখানকার জনসংখ্যা। আজকের রামপুরহাট আজ থেকে প্রায় কয়েক বছর আগেও ছিল একদম অন্য ধরনের।রেলপথ নির্মাণের সময় কোম্পানির ঠিকাদার চার্লস হ্যামটন নামক এক দাপুটে ব্যক্তি রামপুহাটে আসেন। জানা যায় ১৮৫৯ সালের ১ সেপ্টেম্বর রেল চলাচল শুরু হতেই রামপুরহাটে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটে মূলত মাড়গ্রাম আর নারায়ণপুরের ব্যবসায়ীরা সেখান থেকে রামপুরহাটে চলে আসার ফলে। চার্লস হ্যামটন সাহেবের তখন বিরাট দাপট। আইনগত স্বীকৃতি না থাকলেও তখন রামপুরহাটে তিনিই প্রশাসক তিনিই বিচারক এক কথায় তিনি ছিলেন শেষ কথা।
advertisement
advertisement
ঠিকাদার মানুষ হলেও তিনি ছিলেন সমাজসেবী এবং শিক্ষানুরাগী। তিনিই নিঃস্বার্থভাবে ১৮৮৬ খ্রীস্টাব্দে রামপুরহাটে একটি Middle English School প্রতিষ্ঠা করেন। এই স্কুলটিতে তখন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানো হত। সেই স্কুলটিই আজকের রামপুরহাট হাইস্কুল। রামপুরহাট উচ্চবিদ্যালয়ের ব্যাপারে হ্যামটন সাহেবের পরে যে মহান মানুষটির অবদান তিনি হলেন খানবাহাদুর সামসুজ্জোহা।সেকেড্ডার জমিদার এবং রামপুরহাটেরও জমিদার। এই সুশিক্ষিত মানুষটি ১৯২২ সালে রামপুরহাট হাইস্কুলকে ১৬ বিঘা জমি দান করেন। তারমধ্যে ৯ বিঘা জমি পরবর্তীতে রামপুরহাট কলেজকে ছেড়ে দেওয়া হয়। ১৯২৩-২৪ সালে ব্যক্তিগত তত্বাবধানে রামপুরহাট উচ্চবিদ্যালয়ের মূল ভবনটি তিনিই তৈরি করেন।
advertisement
আর এই স্কুলে একসময় শিক্ষা অর্জন করেছেন বাগ্মী অধ্যাপক তথা স্বাধীনতা সংগ্রামী জে এল ব্যানার্জী,নালান্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাতকড়ি মুখোপাধ্যায়, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক যতি সেনগুপ্ত,প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়,বিশ্বভারতীর অধ্যাপক কালীশঙ্কর মুখোপাধ্যায়,খড়্গপুর আই আই টির অধ্যাপক শান্তনু মজুমদার, পশ্চিমবঙ্গ সরকারের সিভিল ডিফেন্স সচিব শ্যামলাল ভকত,কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নূরে আলম চৌধুরী, কবি সত্যসাধন চট্টোপাধ্যায়, ভারতীয় রাষ্ট্রদূত ও হাইকমিশনার সৌমেন রায়,রামপুরহাট কলেজে অধ্যক্ষ আবুল খায়ের প্রমূখ মহান মানুষেরা এই বিদ্যালয়ের ছাত্র। এছাড়াও রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশীষ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই স্কুলের ছাত্র।
advertisement
Souvik Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 06, 2025 9:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Renowned School In Birbhum: জেলার এই স্কুলে লেখাপড়া করে দেশে-বিদেশে নাম করেছেন অনেক ছাত্র, সোনালি ইতিহাস জানলে চমকে যাবেন









